কাশ্মীরে চার হাজার নাগরিক আটক

প্রকাশ | ১৮ আগস্ট ২০১৯, ১৯:০২

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

গত দুই সপ্তাহে কাশ্মীরে অন্তত চার হাজার নাগরিককে আটক করা হয়েছে। এএফপি এর সঙ্গে সাক্ষাতে পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক ম্যাজিস্ট্রেট এ তথ্য জানান। স্যাটেলাইট ফোনের মাধ্যমে আটক বন্দিদের সংখ্যা সম্পর্কে নিশ্চিত হয়েছেন।

ম্যাজিস্ট্রেট বলেন,‘অন্তত চার হাজার নাগরিককে পাবলিক সেফটি অ্যাক্ট (পিসিএ) অধীনে গ্রেপ্তার হয়েছে।’

বিতর্কিত পাবলিক সেফটি অ্যাক্টের অধীনে সরকার কোন অভিযোগ বা বিচার ছাড়াই যে কাউকে অন্তত দুই বছরের জন্য আটক রাখতে পারে।  

ম্যাজিস্ট্রেট বলেন,‘কাশ্মীরের জেলে ধারণক্ষমতা না থাকায় অনেককে কাশ্মীরের বাহিরে নিয়ে যাওয়া হয়েছে।’

সম্প্রতি ভারতের সংবিধান থেকে ৩৭০ ধারা বাতিল করা হয়। ফলে কাশ্মীরের ‘বিশেষ মর্যাদা’ বাতিল হয়ে যায়। ভারতের কেন্দ্রীয় সরকার কাশ্মীরে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত চল্লিশ হাজার সেনাবাহিনী, আধা-সামরিক বাহিনীর সদস্য নিয়োগ করা হয়। তাছাড়া, সরকার ১৪৪ ধারা জারি করে। কাশ্মীরের মোবাইল ও ইন্টারনেট সংযোগ ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ করা হয়।   

ঢাকাটাইমস/১৮ আগস্ট/আরআর