বিমানযাত্রীর কোমরে ১০ হাজার পিস ইয়াবা

প্রকাশ | ১৮ আগস্ট ২০১৯, ১৯:৪৫ | আপডেট: ১৮ আগস্ট ২০১৯, ২০:০৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১০ হাজার পিস ইয়াবাসহ এক জনকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ (এপিবিএন)। আটক ব্যক্তির নাম জসিম উদ্দিন।

রবিবার দুপুরে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহিরাঙ্গন থেকে তাকে আটক করা হয়। জসীম নভোএয়ারের একটি ফ্লাইটে (ভিকিউ ৯৩৪) কক্সবাজার থেকে দুপুর ঢাকায় আসেন। তার বাড়ি কক্সবাজারের উখিয়া থানার গৌজ ঘোনা পালংখালী গ্রামে।

বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন জানান,সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় জসীমকে হেফাজতে নিয়ে তল্লাশি  ও জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তার কাছে ইয়াবা থাকার কথা স্বীকার করেন। পরে তার দেহ তল্লাশী করে কোমরে বিশেষ কায়দায় বানানো মোটা বেল্ট থেকে দশ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। যার বাজার মূল্য প্রায় ৫০ লাখ টাকা। 

আলমগীর আরো জানান, জসীম নভোএয়ারের ফ্লাইট ভিকিউ ৯৩৪ যোগে কক্সবাজার থেকে দুপুর পৌনে ১ টার সময় ঢাকায় পৌছান।

তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৮আগস্ট/এসএস/বিইউ)