বরিশালে ৫৫৬ প্রবীণের মাঝে ভাতাবই বিতরণ

ব্যুরো প্রধান, বরিশাল
 | প্রকাশিত : ১৮ আগস্ট ২০১৯, ২০:৩৮

বরিশালে ২০১৮- ১৯ অর্থ বছরে মহানগর এলাকার বয়স্ক ভাতা সুবিধাভোগী ৫৫৬ জন প্রবীণের মাঝে ভাতাবই বিতরণ করা হয়েছে। রবিবার দুপুর ১২টায় নগরীর কালিবাড়ি রোডে জেলা সমাজসেবা কার্যালয় চত্বরে এস বই বিতরণ করেন বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

বরিশাল সিটি কর্পোরেশনের ১, ২, ১৭, ১৮, ১৯, ২০, ২২, ২৭, ২৮, ২৯ ও ৩০ নং ওয়ার্ডের বয়স্ক ভাতাপ্রাপ্তদের মাঝে ভাতাবই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি।

বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ইসরাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে মেয়র সাদিক আবদুল্লাহ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবীণদের কথা চিন্তা করে বয়স্কভাতা চালু করেছেন। যাতে প্রকৃত বয়স্করা এ সুবিধা পান এবং ভাতা প্রদানে স্বচ্ছতা ফিরিয়ে আনতে প্রথমবারের মতো ভাতাবই চালু করা হলো। প্রবীণদের দেশের সম্মানিত ব্যক্তি হিসেবে উল্লেখ করে তাদের চিকিৎসার জন্য সিটি কর্পোরেশন থেকে সম্ভাব্য সব সহযোগিতা করা হবে।’

অনুষ্ঠানে বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান, বিসিসির প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটু, শহর সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক আল মামুন তালুকদার, শহর সমাজসেবা অফিসার জাবের আহমেদ বক্তব্য রাখেন।

(ঢাকাটাইমস/১৮আগস্ট/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :