আলফাডাঙ্গায় অবৈধ ট্রলি চলাচল বন্ধের দাবি

প্রকাশ | ১৮ আগস্ট ২০১৯, ২২:২৫

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস

ফরিদপুরের আলফাডাঙ্গায় অবৈধ ট্রলি চলাচল বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন স্থানীয় জনতা। রবিবার দুপুর ১২টার দিকে উপজেলা চৌরাস্তায় এ মানববন্ধন পালিত হয়।

এ মানববন্ধনের আয়োজন করে ‘কালের চাকা বন্ধু সংঘ’, আলফাডাঙ্গা শাখা। এতে আলফাডাঙ্গা বঙ্গবন্ধু ফাউন্ডেশন একাত্মতা ঘোষণা করে।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এনায়েত হোসেনের সভাপতিত্বে ও জেলা যুবলীগের সদস্য কামরুজ্জামান কদরের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন- উপজেলা ভাইস-চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য জামাল হোসেন মুন্না, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি লিয়াকত হোসেন লিটন, জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক কামরুল ইসলাম, কালের চাকা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহির শাহরিয়ার শিশির প্রমুখ।

মানববন্ধনে বক্তারা অবৈধ ও রেজিস্ট্রেশনবিহীন ট্রলি বন্ধের জোরালো দাবি জানান।

এসময় বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি নাইমুল ইসলাম শোভন, সহসভাপতি ও উপজেলা ছাত্রলীগ নেতা মুজাহিদুল ইসলাম নাঈম, সহসভাপতি মিয়া রাকিবুল, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন জুয়েলসহ উপজেলা ছাত্রলীগের কর্মী-সমর্থক ও স্থানীয় জনতা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ১২ আগস্ট একটি মাটিবাহী ট্রলির ধাক্কায় দৈনিক কালের চাকা পত্রিকার নির্বাহী সম্পাদক আহত মনেম শাহারিয়ার শাওন গুরুতর আহত হন।

(ঢাকাটাইমস/১৮আগস্ট/এলএ)