চসিক প্রকৌশলীদের সঙ্গে মেয়রের বৈঠক

প্রকাশ | ১৮ আগস্ট ২০১৯, ২৩:০১

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস

চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত নগর অবকাঠামো উন্নয়ন গৃহিত প্রকল্পসমূহের কাজের অগ্রগতির রিপোর্ট আগামী ৩ কর্মদিবসের মধ্যে জমা দানের নির্দেশ দিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।

তিনি রবিবার বিকালে চসিক কনফারেন্স হলে প্রকৌশলীদের সাথে এক বৈঠকে এই নির্দেশনা দেন।

এই সময় উপস্থিত ছিলেন চসিক-এর প্রধান নির্বাহী কর্মকর্তা সামসুদ্দোহা, সিটি মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন মজুমদার, স্থপতি সোহেল মাহমুদ শাকুর, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মনিরুল হুদা, আনোয়ার হোছাইন, কামরুল ইসলাম, আবু ছালেহ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুদীপ বসাক, ঝুলন কুমার দাশ, বিপ্লব দাশ, নির্বাহী প্রকৌশলী ফরহাদুল আলম, শাহিনুল ইসলাম, আবু সাদাত মো. তৈয়ব ও সহকারী প্রকৌশলী আবু ছিদ্দিক প্রমুখ।

সভায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত ট্রাক টার্মিনাল,এলইডি বাতি ও জলাবদ্ধতা নিরসন প্রকল্প, এডিপি প্রকল্প, বিএমডিএফ প্রকল্প, জাইকা প্রকল্প, আরকান সড়ক উন্নয়ন, বারইপাড়া খাল খনন প্রকল্প, ফইল্লাতলি বাজার সড়ক  উন্নয়ন এবং সেবক নিবাস নির্মাণ প্রসঙ্গে আলোচনা সভায় উঠে আসে।

(ঢাকাটাইমস/১৮আগস্ট/এলএ)