ডেঙ্গুর কাছে হেরে গেলেন রাসেল

ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ আগস্ট ২০১৯, ০৯:৩৫
ময়মনসিংহ মেডিকেলে কলেজ হাসপাতাল

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন ৩৫ বছর বয়সী এক যুবক। তার নাম রাসেল মিয়া। রবিবার রাত সোয়া আটটার দিকে তার মৃত্যু হয়।

এ নিয়ে ডেঙ্গু জ্বের জ্বরে আক্রান্ত হয়ে ময়মনসিংহে মেডিকেলে দুইজনের মৃত্যু হলো। এর আগে গত ১১ আগস্ট একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফরহাদ হোসেন নামে আরেক যুবক।

মারা যাওয়া রাসেলের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরনিকি গ্রামে। তার বাবার নাম মঞ্জুরুল ইসলাম।

রাসেলের পরিবার সূত্রে জানা যায়, ঈদের পরদিন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে রাসেলকে কিশোরগঞ্জ আধুনিক হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হলে রবিবার বিকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া আটটার দিকে তার মৃত্যু হয়।

হাসপাতালের উপ-পরিচালক ডা. লক্ষ্মী নারায়ণ মজুমদার জানান, রাসেলকে নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত দুইজনের মৃত্যু হলো। দুজনেই কিশোরগঞ্জ হাসপাতালে ভর্তি ছিলেন। তবে এখানে শেষ মুহূর্তে এসে তাদের ভর্তি করানো হয়েছিল।

বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ১৮৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। এছাড়া ৮৪৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

ঢাকাটাইমস/১৯আগস্ট/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :