লাবুশেন-হেড জুটিতে হার এড়াল অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ আগস্ট ২০১৯, ১০:০২

নিরুত্তাপ ড্র’য়ে নিষ্পত্তি হল লর্ডসে অ্যাশেজের দ্বিতীয় টেস্ট৷ রবিবার ম্যাচের শেষ দিন ইংল্যান্ড শেষ মুহূর্ত পর্যন্ত ম্যাচে জৌলুস বজায় রাখার চেষ্টা করেছিল বটে, তবে শেষ ইনিংসে পরপর কয়েকটা উইকেট হারিয়ে সংযত হয়ে যায় অজিরা৷ স্মিথের পরিবর্তে ইতিহাসের প্রথম কনকাশন রিপ্লেসমেন্ট হিসাবে মাঠে নামা লাবুশেন ট্রেভিস হেডকে সঙ্গে নিয়ে অস্ট্রেলিয়ার পতন রোধ করেন৷ ম্যাচ ড্র হওয়ায় অস্ট্রেলিয়া চলতি অ্যাশেজে ১-০ ব্যবধানে লিড বজায় রাখল অস্ট্রেলিয়া৷

ইংল্যান্ডের ২৫৮ রানের জবাবে লর্ডসে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংস শেষ করে ২৫০ রানে৷ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ইংল্যান্ড চতুর্থ দিনের খেলা শেষ করে ৪ উইকেটের বিনিময়ে ৯৬ রান তুলে৷ তারপর থেকে খেলতে নেমে পঞ্চম দিনে ৫ উইকেটের বিনিময়ে ২৫৮ রান তুলে দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে দেয় ব্রিটিশরা৷ অর্থাৎ প্রথম ইনিংসের ৮ রানের লিড মিলিয়ে জয়ের জন্য অস্ট্রেলিয়াকে ২৬৭ রানের লক্ষ্য দেয় অস্ট্রেলিয়া৷

জয়ের লক্ষ্যে পৌঁছনোর জন্য অস্ট্রেলিয়ার হাতে ৪৮ ওভার বাকি ছিল৷ অর্থাৎ ওয়ানডের ঢংয়ে ওভার প্রতি ৫.৫৬ রান তুলতে পারলে লর্ডসে জয় তুলে নিতে পারত অজিরা৷ শেষমেশ ৪৭.৩ ওভারে অস্ট্রেলিয়া ৬ উইকেটের বিনিময়ে ১৫৪ রান তুললে ম্যাচ ড্র ঘোষিত হয়৷

দ্বিতীয় ইনিংস ইংল্যান্ডের হয়ে দুরন্ত শতরান করেন বেন স্টোকস৷ তিনি অপরাজিত থাকেন ব্যক্তিগত ১১৫ রানে৷ ১৬৫ বলের ইনিংসে ব্রিটিশ অল-রাউন্ডার ১১টি চার ও ৩টি ছক্কা মারেন৷ এছাড়া জোস বাটলার ৩১ ও জনি বেয়ারস্টো অপরাজিত ৩০ রানের যোগদান রাখেন৷ প্যাট কামিন্স ৩৫ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন৷ তিনি ফিরিয়ে দেন জেসন রয় (২), জো রুট (০) ও জোস বাটলারকে৷ ররি বার্নস (২৯)ও জো ডেনলিকে (২৬) ফিরিয়ে দেন পিটার সিডল৷ দলের হয়ে সব থেকে বেশি ২৬ ওভার হাত ঘুরিয়েও উইকেট তুলতে পারেননি নাথন লায়ন৷

(ঢাকাটাইমস/১৯ আগস্ট/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

মুখোমুখি হচ্ছে কেকেআর ও আরসিবি, আলোচনায় কোহলি-গম্ভীর দ্বৈরথ

সাকিব যে দলে খেলে, সে দল ভাগ্যবান: নিক পোথাস

যুক্তরাষ্ট্রের হয়ে অভিষেক হচ্ছে ৩৬ বলে সেঞ্চুরি করা কোরি অ্যান্ডারসনের

লিটনের রানে ফেরা নিয়ে যা বললেন টাইগার কোচ নিক পোথাস

মেসির খেলার খবর শুনেই শেষ ম্যাচের টিকিট

এবার জিম্বাবুয়ে সিরিজেও সৌম্যকে নিয়ে শঙ্কা

বিশ্বকাপের আগে পাকিস্তানের আরও এক টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ

এবার স্টয়েনিস-ওয়ার্নারকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত

শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট জেতা উচিত: সাকিব

এই বিভাগের সব খবর

শিরোনাম :