হোয়াটসঅ্যাপে নতুন সুরক্ষা ফিচার

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ আগস্ট ২০১৯, ১১:১২

সাত মাস আগে আইফোন গ্রাহকদের জন্য এই সুরক্ষা ফিচার ফোন হয়েছিল হোয়াটসঅ্যাপে। এবার অ্যানড্রয়েড গ্রাহকদের জন্য ফিঙ্গারপ্রিন্ট লক নিয়ে এল জনপ্রিয় মেসেজিং কোম্পানিটি। আপাতত বেটা ভার্সানে এই ফিচার যোগ হয়েছে। এর ফলে আঙুলের ছাপে হোয়াটসঅ্যাপ চ্যাট সুরক্ষিত রাখা যাবে। আপাতত শুধুমাত্র বেটা ভার্সানে এই ফিচার এলেও শিগগিরই অ্যানড্রয়েড স্টেবেল ভার্সনেও এই চিচার নিয়ে আসছে জনপ্রিয় মার্কিন মেসেজিং কোম্পানিটি।

বেটা প্রোগ্রামে যোগ দিতে শুরুতে প্লে স্টোরে গিয়ে নিচের পদ্ধতি অনুসরণ করুন।

১। গুগল প্লে স্টর ওপেন করুন।

২। হোয়াটসঅ্যাপ সার্চ করুন।

৩। নিচে বেটা প্রোগ্রামে যোগ দেওয়ার অপশন পাবেন, সিলেক্ট করুন।

৪। এবার জয়েন সিলেক্ট করুন।

হোয়াটসঅ্যাপ বেটা ভার্সান ২.১৯.২২২ তে ফিঙ্গারপ্রিন্ট লক যোগ হয়েছে। এই আপডেট ডাউনলোড করে নেচের পদ্ধতি অনুসরন করুন।

স্টেপ ১। হোয়াটসঅ্যাপ ওপেন করুন।

স্টেপ ২। ডান দিকে উপরে তিন ডট মেনু সিলেক্ট করুন।

স্টেপ ৩। সেখানে 'সেটিংস’ সিলেক্ট করুন।

স্টেপ ৪। অ্যাকাউন্ট সিলেক্ট করুন।

স্টেপ ৫। এর পরে প্রাইভেসি সিলেক্ট করুন।

স্টেপ ৬। সেখানে স্ক্রল ডাউন করলে ফিঙ্গারপ্রিন্ট লক অপশন খুঁজে পাবেন।

স্টেপ ৭। 'আনলক উইথ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর’ টগল অন করে দিন।

স্টেপ ৮। এই টগল অন করার পরে অ্যাপ আপনার ফিঙ্গারপ্রিন্ট দেখতে চাইবে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরে আঙুল ঠেকান।

স্টেপ ৯। অ্যাপ বন্ধ হওয়ার কত সময় পরে তা লক করতে চান সিলেক্ট করুন। সঙ্গে সঙ্গে, ১ মিনিট ও ৩০ মিনিট এই তিনটি অপশনের মধ্যে একটি পছন্দ করুন।

(ঢাকাটাইমস/১৯আগস্ট/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা