ভার্সন ফোরে এলো অ্যাপাচি আরটিআর ১৬০

প্রকাশ | ১৯ আগস্ট ২০১৯, ১২:৪৮

অটোমোবাইল ডেস্ক, ঢাকাটাইমস

টিভিএসের জনপ্রিয় রেসিং বাইক অ্যাপাচি আরটিআর ১৬০-এর ভার্সন ফোরের ছবি সম্প্রতি অনলাইনে প্রকাশ হয়েছে। ২০২০ সাল নাগাদ এটি বাজারে পাওয়া যাবে। কার্বুরেটেড  ফুয়েল ইঞ্জেকটেড ভেরিয়েন্টে পাওয়া যাবে নতুন এই মোটরসাইকেল। ভার্সন ফোরের ইঞ্জিন অনেক বেশি রিফাইন এবং আপডেটেড। পাশাপাশি যোগ হয়েছে নতুন স্টাইল এবং গ্রাফিক্স। 

তামিলনাড়ুর টিভিএস কারখানা থেকে নতুন অ্যাপাচি আরটিআর ১৬০ ভার্সন ফোর মোটরসাইকেলের ছবি ইন্টারনেটে ফাঁস হয়েছে। ছবিতে নতুন এই মোটরসাইকেলে এলইডি হেডল্যাম্প দেখা গিয়েছে। থাকছে এলইডি ডিআরএল। যদিও নতুন মোটরসাইকেলের বডি ওয়ার্কে বেশি পরিবর্তন চোখে পরেনি। অন্য এক ছবিতে কাছ থেকে নতুন মোটরসাইকেলের হেডল্যাম্প দেখা গিয়েছে।

এখনকার টিভিএস অ্যাপাচি আরটিআর ১৬০ মোটরসাইকেলের ইঞ্জিনে সর্বোচ্চ ১৬.৬ বিএইচপি শক্তি এবং ১৪.৮ নিউটন মিটার টর্ক পাওয়া যাবে। নতুন নির্গমন পদ্ধতি ব্যবহার হলে গাড়ির ইঞ্জিনের শক্তি ও টর্কে পরিবর্তন আসতে পারে। যোগ হতে পারে নতুন বডি গ্রাফিক্স।

(ঢাকাটাইমস/১৯আগস্ট/এজেড)