ক্যারিয়ারের ১১ বছর, আবেগঘন টুইট কোহলির

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ আগস্ট ২০১৯, ১৩:০৯

আন্তর্জাতিক ক্রিকেট আঙিনায় বিরাট কোহলি পার করে ফেললেন ১১ বছর। টিন-এজ সদস্য থেকে দলের নেতৃত্বের ব্যাটন। ১৮ আগস্ট, ২০০৮ ডাম্বুলায় অভিষেক ওয়ানডে ম্যাচে ১৮ রানে ফিরেছিলেন প্যাভিলিয়নে। আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথম একবছর ছিল না কোনও সেঞ্চুরি। তবু নিঃশব্দে স্বপ্ন ধাওয়া করে ফিরেছেন অধুনা ভারতীয় ক্রিকেটের পোস্টার বয়।

ক্যারিয়ারে দীর্ঘ সময়ে এসেছে অনেক চড়াই-উতরাই। তবু কোহলি সবসময় চেষ্টা করে গেছেন তাঁর কভার ড্রাইভের মতোই নিখুঁত থাকতে। স্মৃতির সরণি বেয়ে কেরিয়ারের একাদশ বর্ষপূর্তিতে হয়তো ভিড় করে আসছিল অনেক কথাই। তাই সুদূর ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে বসে এমন দিনে অনুরাগীদের উদ্দেশ্যে বিশেষ বার্তা রাখলেন ‘দ্য রানমেশিন’। সোমবার সকাল-সকাল কোহলির আবেগঘন সেই বার্তায় মিশে ছিল মূল্যবান উপদেশও।

ক্যারিয়ারের একাদশ বর্ষপূর্তিতে ভারতের দলনায়ক টুইটারে লিখলেন, ‘টিন-এজার হিসেবে ২০০৮ এই দিনে যাত্রা শুরু করার ১১ বছর পর আন্তর্জাতিক ক্যারিয়ারকে ফিরে দেখা। ঈশ্বর আমাকে যা আশীর্বাদ দিয়েছেন তা আমি স্বপ্নেও ভাবিনি। সঠিক পথ খুঁজে নাও। তোমরাও তোমাদের স্বপ্ন ধাওয়া করার শক্তি সঞ্চয় করো।’ মূল্যবান বার্তা দেওয়ার পাশাপাশি কোহলি এদিন ২০০৮ ও বর্তমান সময়ে নিজের দু’টি ছবি পাশাপাশি শেয়ার করেন।

ক্যারিয়ারের প্রথম বছর সেঞ্চুরিহীন থাকার পর ২০০৯ সালে ইডেন গার্ডেন্স আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম শতরান এসেছিল কোহলির উইলো থেকে। এরপর আর বিশেষ ফিরে তাকাতে হয়নি। যত দিন গেছে তত কোহলির ব্যাট সমৃদ্ধ করেছে ভারতীয় ক্রিকেটকে। ২০১১ থেকে ওয়ানডে ক্রিকেটে প্রত্যেক ক্যালেন্ডার ইয়ারে এখনও অবধি ১ হাজারের বেশি রান এসেছে বিরাটের ব্যাট থেকে (২০১৫, ২০১৬ বাদে)। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে সদ্য-সমাপ্ত ওয়ানডে সিরিজেও জোড়া সেঞ্চুরি হাঁকিয়ে আপাতত ৪৩টি ওয়ানডে সেঞ্চুরি তাঁর নামের পাশে। আর ৭টি সেঞ্চুরি হাঁকালেই টপকে যাবেন কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে। যা কেবল সময়ের অপেক্ষা।

(ঢাকাটাইমস/১৯ আগস্ট/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :