অর্বাচীনের বক্তব্য, শিল্পমন্ত্রীকে ফখরুল

প্রকাশ | ১৯ আগস্ট ২০১৯, ১৬:১২ | আপডেট: ১৯ আগস্ট ২০১৯, ১৬:১৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

‘সরকারকে বিব্রত অবস্থায় ফেলতে বিএনপির লোকেরা চামড়া কিনে ডাস্টবিনে ফেলেছে’ বলে শিল্পমন্ত্রীর এমন বক্তব্যকে অর্বাচীনের কথা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি মহাসচিব বলেন, ‘সমস্যা হচ্ছে কী, এরা তো দেশ চালাতে পারছে না। সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।একটি অনির্বাচিত সরকার দেশ চালাতে পারে না। তারা অবৈধ। জনগণের ম্যান্ডেট তাদের প্রতি নেই। পার্লামেন্ট বলুন আর সরকারই বলুন, জনগণের প্রতিনিধি নেই। সুতরাং এই ধরনের অর্বাচীনের মতো কথা বলা ছাড়া তাদের তো আর কোনো কিছু করার নেই।’

স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীকে সোমবার চন্দ্রিমা উদ্যানে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান ফখরুল। এ সময় তিনি শিল্পমন্ত্রীর বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানান।

আগের দিন কোরবানির চামড়ার দর পতন নিয়ে বিএনপিকে জড়িয়ে কথা বলেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন। তিনি বলেন, ‘এ বছর আবহাওয়াজনিত কারণে ১০ শতাংশ চামড়া নষ্ট হয়ে গেছে। এ বছর পশু কোরবানি হয়েছে এক কোটি। নষ্ট হয়েছে ১০ হাজার চামড়া। প্রতি বছর পাঁচ শতাংশ হারে এমনিতেই নষ্ট হয়।’

চট্টগ্রামে দেখা গেছে ট্রাকে করে চামড়া ডাস্টবিনে ফেলে দেওয়া হচ্ছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘সরকারকে বিব্রত অবস্থায় ফেলতে বিএনপির লোকেরা চামড়া কিনে ডাস্টবিনে ফেলেছে। চামড়া ফেলার আগে থেকেই মিডিয়াকে খবর দিয়ে তা রেকর্ড করে প্রচার করা হয়েছে।’

ফখরুল বলেন, ‘এই অবৈধ সরকার সুপরিকল্পিতভাবে বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে। এখন তারা অর্থনীতিকে ধ্বংস করার জন্য কাজ করছে। তাদের একমাত্র লক্ষ্য হচ্ছে দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করা, রাজনীতিক দলগুলোকে বিরাজনীতিকরণের মধ্যে নিয়ে যাওয়া।’

‘রাজনীতি দূর করে দিয়ে তারা এখানে প্রভুত্ব কায়েম করতে চায়। যেটা সম্ভব হবে না, এই দেশের মানুষ কখনোই মেনে নেবে না। এদেশের মানুষ অবশ্যই আন্দোলনের মধ্য দিয়ে দেশনেত্রীকে মুক্ত করবে। অতীতের মতো তারা গণতন্ত্রকে পুনরুদ্ধার করবে।’

(ঢাকাটাইমস/১৯আগস্ট/বিইউ/ডব্লিউবি)