সেনা নিহতের ঘটনায় রাঙামাটিতে নিরাপত্তা জোরদার

রাঙামাটি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ আগস্ট ২০১৯, ১৬:৫১

রাঙামাটির রাজস্থলীতে সন্ত্রাসীদের গুলিতে সেনা সদস্য নিহতের ঘটনায় পুরো জেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। চালানো হচ্ছে তল্লাশি।

রবিবার সকালে রাজস্থলী উপজেলার পোয়াইতুমুখ পাড়ায় সেনাবাহিনীর টহল টিমের ওপর সন্ত্রাসীরা গুলি ছুড়লে গুলিবিদ্ধ হয়ে নাসিম নামে এক সেনাসদস্য নিহত হন। এছাড়া ক্যাপ্টেন মেহেদী এবং সৈনিক মশিউর আহত হন। তাদের চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে এই ঘটনার পরপরই সন্ত্রাসীদের ধরতে পুরো জেলায় অভিযান পরিচালনা করছে নিরাপত্তা বাহিনী। সড়ক ও নৌপথে চালানো হচ্ছে তল্লাশি। রাঙামাটি জেলা পুলিশ জানিয়েছে, জেলার নয়টি গুরুত্বপূর্ণ স্থানে অভিযান চলছে।

জেলা অতিরিক্ত পুলিশ সুপার ছুফি উল্লাহ বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। হামলাকারীদের ধরতে যৌথ বাহিনীর অভিযান চলছে।

রাজস্থলী থানার ওসি মফজল হোসেন বলেন, এ ঘটনায় থানায় এখনো কোনো মামলা হয়নি। কাউকে আটকও করা যায়নি। ঘটনাস্থলে আরও বিস্ফোরক আছে কি না তা খতিয়ে দেখতে চট্টগ্রাম থেকে সেনাবাহিনীর একটি বিশেষ টিম ঘটনাস্থলে আসার কথা রয়েছে।

(ঢাকাটাইমস/১৯আগস্ট/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :