ইতালিতে বাংলাদেশিকে হত্যার পর ছোট ভাইয়ের আত্মহত্যা

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস
| আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ২১:১২ | প্রকাশিত : ১৯ আগস্ট ২০১৯, ১৮:৩০

ইতালির মিলানে এক বাসায় থাকতেন দুই ভাই। বাড়ি টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হাজীপুরে। বড় ভাই আব্দুল হাই, আর ছোট ভাই জমিরউদ্দিন।

তথ্য মিলেছে, বড় ভাইকে হত্যা করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন জমির। শহরের বাজ্জিও এলাকার ওই বাসা থেকে গত রবিবার সকালে মরদেহ দুটি উদ্ধার করেছে ইতালিয়ান পুলিশ।

পুলিশের ধারণা, বড় ভাই আব্দুল হাইকে ছোট ভাই ছুরি দিয়ে আঘাত করলে সেখানেই তিনি মারা যান। পরে ছোট ভাই জমির উদ্দিন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

ইতালির জনপ্রিয় দৈনিক প্রত্রিকা ‘করিয়েরে ডেল সেরা’সহ অনেক পত্রিকা সোমবার ঘটনাটি ফলাও করে প্রকাশ করেছে।

স্থানীয় গণমাধ্যম থেকে জানা যায়, রবিবার সকালে পাশের বিল্ডিংয়ের একজন শ্রীলঙ্কান জানালা দিয়ে সামনের বিল্ডিংয়ে একজনকে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে দেখতে পান। তাৎক্ষণিক ওই শ্রীলঙ্কান জরুরি বিভাগে ফোন করে বিষয়টি জানান। পরে পুলিশ এসে ওই ফ্লাটে আরও একটি রক্তাক্ত লাশ মেঝেতে পড়ে থাকতে দেখে। এসময় বারান্দার সামনের বাগানে বড় একটি ধারালো রক্তমাখা ছুরি উদ্ধার করে পুলিশ।

প্রতিবেশীর ভাষ্যমতে, গত শনিবার রাত আড়াইটার দিকে অনেক শব্দ শোনা যায় নিহতদের রুম থেকে। কিছুক্ষণ পরেই রুমটি নীরব হয়ে যায়।

প্রসঙ্গত, ফেব্রুয়ারি মাসে নিহতদের আরেক ভাই মিলানের ছেস্ত সানজোভান্নি এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন।

(ঢাকাটাইমস/১৯আগস্ট/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :