শাহজালালে ইয়াবাসহ গ্রেপ্তার যুবক রিমান্ডে

প্রকাশ | ১৯ আগস্ট ২০১৯, ১৯:০৪

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যন্তরীণ টার্মিনালের দশ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার যুবক জসিম উদ্দিনের এক দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছে আদালত।

ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ ইলিয়াস মিয়া এ রিমান্ডের আদেশ দেন।

বিমানবন্দর থানার এসআই মো. শরীফ হোসেন ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

শুনানিকালে আসামিপক্ষে আইনজীবী মাহবুবুল আলম রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিনের আবেদন নাকচ করে এক দিনের রিমান্ডের আদেশ দেন।

এর আগে রবিবার বিকালে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ১০ হাজার ইয়াবাসহ জসিম উদ্দিনকে আটক করে।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যন্তরীণ টার্মিনালের বহিরাঙ্গন বেলা ১টার দিকে ইয়াবাসহ জসিম উদ্দিনকে তল্লাশি করে তার কোমরে বিশেষ কায়দায় বানানো মোটা বেল্ট থেকে দশ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। তিনি নভোএয়ারের ফ্লাইট ভিকিউ ৯৩৪ যোগে কক্সবাজার থেকে দুপুর পৌনে একটায় ঢাকায় পৌঁছান।

আটক জসিম উদ্দিন কক্সবাজারের উখিয়া থানার গৌজ ঘোনা পালংখালী গ্রামের নুর আহমদের ছেলে।

(ঢাকাটাইমস/১৯আগস্ট/আরজেড/জেবি)