আইসিটি উদ্যোক্তা তৈরিতে ঋণ দিতে কোম্পানি হচ্ছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ আগস্ট ২০১৯, ১৯:০৫

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতের উদ্যোক্তা তৈরির জন্য আর্থিক সহায়তা দিতে একটি কোম্পানি গঠনের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। ‘স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড’ নামের এই কোম্পানি কোনো জামানত ছাড়া শুধু গ্রহণযোগ্য আইডিয়ার ওপর ঋণ দেবে উদ্যোক্তাদের।

আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এই কোম্পানি গঠনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠকের পর সচিবালয়ে মন্ত্রিপরিষদ-সচিব মোহাম্মদ শফিউল আলম মন্ত্রিসভার সিদ্ধান্ত সাংবাদিকদের জানান।

সচিব বলেন, প্রস্তাবিত কোম্পানি আইসিটি পণ্য তৈরি ও বিপণনের জন্য উদ্যোক্তাদের আর্থিক সহায়তা দেবে। কোম্পানি কাজ শুরু করলে ঋণের পরিমাণ ও সুদের হার ঠিক করা হবে। এখান থেকে ঋণ নিতে কোনো জামানত লাগবে না।

সচিব বলেন, ‘ব্যাংকের লোন পেতে মর্টগেজ লাগে। কত কিছু লাগে। এই কোম্পানি থেকে থেকে ঋণ পেতে এসব লাগবে না। উদ্যোক্তাদের মাথায় যে আইডিয়া আছে তা থেকেই টাকা পাবেন তারা।’

কোম্পানিটির অনুমোদিত মূলধন হবে ৫০০ কোটি টাকা। ২০০ কোটি টাকার পরিশোধিত মূলধন নিয়ে যাত্রা শুরু করবে। প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য হবে ১০ টাকা। সাতজন পরিচালকের এই কোম্পানির চেয়ারম্যান হবেন তথ্যপ্রযুক্তি সচিব। চাঁদপুরে হচ্ছে প্রযুক্তি বিশ^বিদ্যালয়

আজকের মন্ত্রিসভা বৈঠকে চাঁদপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনে একটি আইনের খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এটির শিরোনাম ‘চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০১৯’। দেশে বিদ্যমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মতোই এটি পরিচালিত হবে।

(ঢাকাটাইমস/১৮আগস্ট/মোআ)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

চার অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে

বিএসএফের গুলিতে বাংলাদেশি কিশোর নিহত হওয়ার ঘটনায় বিএনপির নিন্দা 

কারওয়ান বাজারের কাঁচাবাজার ব্যবসায়ীদের গাবতলিতে স্থানান্তর করা হবে

বিএনপি নয়, আওয়ামী লীগই পরাজিত হয়েছে: মজনু

বোনের পর চলে গেল শিশু তাওহিদও, মৃতের সংখ্যা বেড়ে ১১

রাজধানীতে কিশোর গ্যাংয়ের লিডারসহ ২০ সদস্য আটক, অস্ত্র উদ্ধার

‘আর সহ্য করতে পারছি না’ বলেই সাত তলা থেকে লাফিয়ে তরুণের মৃত্যু

এনএসআই’র নতুন পরিচালক সালেহ মোহাম্মদ তানভীর

বাংলাদেশে রপ্তানির জন্য ১৬৫০ টন পেঁয়াজ কিনবে ভারত সরকার

যারা আমার মায়ের হাতে খাবার খেত, তারাই বঙ্গবন্ধুকে হত্যা করে: প্রধানমন্ত্রী

এই বিভাগের সব খবর

শিরোনাম :