মালয়েশিয়ার মন্ত্রীকে হুমকি জাকির নায়েকের

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ আগস্ট ২০১৯, ১৯:৩২

মালয়েশিয়ার ডেপুটি চীফ মিনিস্টার রামাসমি পালানিসামিসহ তিন ব্যক্তিকে ৪৮ ঘন্টার মধ্যে ক্ষমা চাওয়ার দাবি করেছেন বিতর্কিত ধর্মপ্রচারক জাকির নায়েক। অন্যথায় মানহানি মামলার হুঁশিয়ারি দিয়েছেন। ইতিমধ্যে, ঐ চার ব্যক্তিকে তিনি আইনি নোটিশ পাঠিয়েছেন।

জাকির নায়েক এক অভিযোগে মন্ত্রীসহ ৩ ব্যক্তির ফেসবুক পোস্টের কারণে মানহানির অভিযোগ করেছেন।

ডেপুটি চীফ মিনিস্টার রামাসমি পালানিসামি ৮ আগস্ট ফেসবুক পোস্টে লিখেন,‘মালয়েশিয়ায় বসবাসরত হিন্দু ধর্মাবলম্বীদের সম্পর্কে জাকির নায়েকের প্রশ্ন তোলার কোন অধিকার নেই।’

সাবেক রাষ্ট্রদূত ১৩ আগস্ট ফেসবুক পোস্টে লিখেন,‘রাজনীতিতে জাকির নায়েকের অনধিকার চর্চা বিষয়ে মন্ত্রিসভায় অবশ্যই আলোচনা হওয়া উচিত।’

আরেকজন রাষ্ট্রদূত সান্তিয়াগো একই তারিখে ফেসবুক পোস্টে লিখেন,‘জাকির নায়েকের মতো ব্যক্তিকে কেন রাজনীতিতে ক্ষমতাবান করা হচ্ছে?’

রোববার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ এক সংবাদ সম্মেলনে বলেন,‘জাকির নায়েক ধর্মপ্রচারের বাইরে জাতিগত বৈষম্য বিষয়ে আলোচনা করে সীমা অতিক্রম করেছেন।’

সম্প্রতি মালয়েশিয়ায় এক অনুষ্ঠানে জাকির বলেছেন ভারতের সংখ্যালঘু মুসলমানদের চেয়ে শতগুণ বেশি অধিকার ভোগ করে দক্ষিণপূর্ব এশিয়ার দেশটির সংখ্যালঘু হিন্দুরা। কোন কোন ক্ষেত্রে তারা ভারত সরকারে চেয়ে মালয়েশিয়ার সরকারকে বেশি পছন্দ করে বলেও মন্তব্য করেন।

মালয়েশিয়ায় ধর্ম ও জাতিগত ইস্যু স্পর্শকাতর বলে বিবেচনা করা হয়। দেশটির ৬০ শতাংশ মানুষ মুসলমান আর বাকিরা চীন ও ভারতের নৃতাত্ত্বিক জনগোষ্ঠী। এদের বেশিরভাগই হিন্দু। এমন দেশে জাকিরের মন্তব্য ঘিরে সমালোচনা মুখর হয়ে উঠেছেন দেশটির মন্ত্রীরা।

ভারতের ইসলামী চিন্তাবিদ ও বক্তা জাকির নায়েকের বিরুদ্ধে মালয়েশিয়ায় ১১৫টি অভিযোগ আনা হয়েছে। ফলে ভারত থেকে নির্বাসিত নায়েককে মালয়েশিয়া ছাড়তে হতে পারে।

দেশটির মানবসম্পদ মন্ত্রী এম কুলাসেগারান বলেন, নায়েক স্থায়ী আবাসিকতার মর্যাদা পাওয়ার যোগ্য নন। পানি, ভূমি ও প্রাকৃতিক সম্পদ বিষয়ক মন্ত্রী জেভিয়ার জয়াকুমার বলেন, জাকির নায়েককে থাকতে দেওয়া হলে মালয়েশিয়ায় জাতিগত ও ধর্মীয় বিভাজন সৃষ্টি হতে পারে।

ঢাকাটাইমস/১৯আগস্ট/আরআর

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যার পর বালিচাপা দিলো ইসরায়েলি সেনারা 

গাজায় যুদ্ধাপরাধে জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আইসিসির প্রতি আহ্বান

কলকাতা বিমানবন্দরে চলল গুলি, নিরাপত্তা কর্মীর মৃত্যু

ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে হুমকি পেলেন জাতিসংঘের বিশেষজ্ঞ

মস্কোতে কনসার্টে হামলা: এখনো প্রায় ১০০ জন নিখোঁজ 

বাবা কোটিপতি, ২০ বছর ধরে জানতই না ছেলে!

গাজা যুদ্ধের ১৭৩তম দিন, প্রাণহানি বেড়ে সাড়ে ৩২ হাজার

মস্কোতে সন্ত্রাসী হামলা: ফের মৃত্যুদণ্ড চালুর আহ্বান রুশ আইনপ্রণেতাদের

দশ বছরে ৬৪ হাজার অভিবাসীর মৃত্যু, বেশিরভাগই সাগরে ডুবে: জাতিসংঘ

৩০ হাজার কোটি রুপি ব্যয়ে মিয়ানমার সীমান্তে বেড়া দেবে ভারত

এই বিভাগের সব খবর

শিরোনাম :