‘অসাম্প্রদায়িক রাজনৈতিক বিশ্বাসে অবিচল ছিলেন বঙ্গবন্ধু’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ আগস্ট ২০১৯, ২১:২০

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসাম্প্রদায়িক রাজনৈতিক বিশ্বাসে সবসময় অবিচল ছিলেন বলে মন্তব্য করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হারুন-অর-রশিদ।

তিনি বলেন, ‘বাঙালি সত্তার অন্যতম প্রধান ভিত্তি হচ্ছে অসাম্প্রদায়িকতার আদর্শ। বঙ্গবন্ধু শৈশব থেকেই আজীবন চিন্তা- চেতনা, বিশ্বাস ও কর্মে এ আদর্শকে মনেপ্রাণে ধারণ ও লালন করেন। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে একে দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠা করতে আত্মনিবেদন করেছেন। অসাম্প্রদায়িক রাজনৈতিক বিশ্বাসে বঙ্গবন্ধু সর্বদা অবিচল ছিলেন।’

সোমবার বিকালে বাংলা একাডেমি আয়োজিত সেমিনারে ‘বঙ্গবন্ধুর বাঙালি সত্তা’ শীর্ষক একক বক্তৃতা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন উপাচার্য।

হারুন- অর-রশিদ বলেন, ‘বাঙালির স্বাধীনতা অর্জন ও স্বাধীন জাতি-রাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত এবং লক্ষ্য অর্জনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত করার পূর্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সর্বপ্রথমে খাঁটি বাঙালি হতে হয়েছে। বাঙালির ইতিহাস-ঐতিহ্য, আন্দোলন সংগ্রাম স্বপ্ন, ভৌগোলিক অবস্থান ও বৈশিষ্ট্য বা ভূ-প্রকৃতি, বাঙালির মানস, ভাষা-সাহিত্য-সংস্কৃতি, কৃষ্টি, শিল্প, লোকাচার, অন্য কথায়, যা-কিছু নিয়ে বাঙালি সত্তা-স্বকীয়তা তার সবকিছু তাকে মনেপ্রাণে, চিন্তা-চেতনায় ও আন্দোলন-সংগ্রামে দৃঢ়ভাবে ধারণ করতে হয়েছে।’

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একদিনে বঙ্গবন্ধু হননি। তিনি কখনোই আপস করেননি। অনেক বড় বড় নেতা আপস করেছেন। শেরে বাংলা, সোহরাওয়ার্দীর মতো নেতাও আপস করেছেন। কিন্তু একমাত্র বঙ্গবন্ধু কখনোই আপস করেননি। সেই নেতাকে হত্যা করা হয়েছে। হত্যার নীলনকশা করেছেন জিয়াউর রহমান। তিনি সব জানতেন। ’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. আবু হেনা মোস্তফা কামাল। স্বাগত বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী।

(ঢাকাটাইমস/১৯আগস্ট/বিইউ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :