বাবা হত্যার দায়ে ছেলের ফাঁসির আদেশ

প্রকাশ | ১৯ আগস্ট ২০১৯, ২১:২১

ঝালকাঠি প্রতিনিধি, ঢাকাটাইমস

ঝালকাঠিতে বাবাকে পিটিয়ে হত্যার দায়ে ছেলেকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। সোমবার দুপুরে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ মো. তোফায়েল হাসান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আলতাফ হোসেন খন্দকার ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার উত্তর চেচরি গ্রামের বাসিন্দা।

রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না।

মামলার বিবরণে জানা গেছে, ২০০৭ সালের ১০ এপ্রিল সকালে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার উত্তর চেচরি গ্রামের আব্দুল বারেক খন্দকার তার ছেলে আলতাফকে উঠান থেকে লাকড়ি তুলতে বলায় বাকবিতণ্ডার এক পর্যায়ে ছেলে তার বাবাকে পিটিয়ে গুরুতর আহত করে। এতে পিতা বারেক খন্দকার অজ্ঞান হয়ে পরলে অপর ছেলেরা তাকে বরিশাল শেবাচিম হাসপতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৩ এপ্রিল মারা যান। ওই দিন রাতেই বারেক খন্দকারের অপর ছেলে মঞ্জু খন্দকার কাঁঠালিয়া থানায় ভাইয়ের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন।

(ঢাকাটাইমস/১৯আগস্ট/এলএ)