নেত্রকোণায় এডিস মশার লার্ভার খোঁজে স্বাস্থ্য বিভাগ

নেত্রকোণা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ আগস্ট ২০১৯, ২১:৩০

নেত্রকোণায় এডিস মশার খোঁজে লার্ভা সংগ্রহ করতে মাঠে মেনেছে জেলা স্বাস্থ্য বিভাগ। সিভিল সার্জন কার্যালয়ের কীট তত্ত্ব শাখার কৌশলী মঞ্জুরুল হককে সদস্য সচিব করে নয় সদস্যের একটি দল ১৩ আগস্ট থেকে কাজ করছে বলে জানিয়েছেন সিভিল সার্জন তাজুল ইসলাম খান।

তিনি বলেন, জেলায় এডিস মশার খোঁজ করতে ঈদের পর থেকে এই কমিটির সদস্যরা শহরের বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, বাসা-বাড়ি, বিভিন্ন স্থাপনা, ডোবা-নর্দমা থেকে মশার লার্ভা সংগ্রহ করছেন। এখন নাগাদ নেত্রকোনায় সংগ্রহ করা লার্ভা থেকে এডিস মশার সন্ধান মিলেনি। তবে নেত্রকোনায় এ পর্যন্ত ৭৪ জন ডেঙ্গু রোগীকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে বলেও জানান তিনি।

চিকিৎসা নেয়া সবাই নেত্রকোনার বাইরে থেকে ডেঙ্গু জীবাণুতে আক্রান্ত হয়েছেন বলে দাবি সিভিল সার্জনের।

কমিটির সদস্য সচিব ও সিভিল সার্জন কার্যালয়ের কীট তত্ত্ব শাখার কৌশলী মঞ্জুরুল হক বলেন, আমরা গত কয়েকদিন ধরে শহরে বিভিন্ন স্থানের জমানো পানি থেকে এডিস মশার আলামত সংগ্রহ করে তা পরীক্ষা-নিরীক্ষা করেছি এখনো কোথায় এডিস মশার অস্থিত্ব পাওয়া যায়নি। এ বিষয়ে সকলকে সর্তক করা হচ্ছে ও বাড়ি ঘর অফিস আদালত সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য সচেতন করা হচ্ছে বলে জানান এই কৌশলী।

(ঢাকাটাইমস/১৯আগস্ট/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :