ফকিরাপুলে সাত রেস্তোরাঁকে সাড়ে পাঁচ লাখ জরিমানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ আগস্ট ২০১৯, ২২:৩৯

রাজধানীর মতিঝিলের ফকিরাপুল এলাকায় ভেজালবিরোধী অভিযানে সাতটি হোটেলকে পাঁচ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ সোমবার সন্ধ্যায় র‌্যাব-৩ এর সহযোগিতায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামান।

হোটেলগুলোর মধ্যে সবচেয়ে বশি জরিমানা করা হয় মারলিন রেস্তোরাঁকে- ২ লাখ টাকা। এ ছাড়া ব্যাঙ্গলা রেস্তোরাঁকে ১০ হাজার, নিউ মুন হোটেল অ্যান্ড রেস্তোরাঁ ১ লাখ, ক্যাফে সুগন্ধা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ১ লাখ, জাফরান রেস্টুরেন্ট ৫০ হাজার, প্রিন্স রেস্তোরাঁ ৫০ হাজার, প্রবাস হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

আখতারুজ্জামান জানান, অভিযানে দেখা গেছে ফ্রিজে কাঁচা মাংসের সঙ্গে রাখা ছিল রান্না করা মাংস। ময়লার ডাস্টবিন উন্মুক্ত স্থানে রাখা। তাছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং পরিবেশনের দায়ে সাতটি হোটেলকে জরিমানা করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৯আগস্ট/মোআ)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :