অতিরিক্ত ভাড়া আদায়ে কুমিল্লায় বাসের জরিমানা

প্রকাশ | ১৯ আগস্ট ২০১৯, ২২:৫৫

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস

অতিরিক্ত ভাড়া আদায় করা ও ভাড়ার তালিকা লুকিয়ে রাখার কারণে ভ্রাম্যমাণ আদালত কুমিল্লায় এশিয়া পরিবহন কর্তৃপক্ষকে দশ হাজার টাকা জরিমানা করেছে।

সোমবার কুমিল্লা শাসনগাছা বাস টার্মিনালে এই জরিমানা করা হয়। 

অভিযানে উপস্থিত ছিলেন- জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক আছাদুল ইসলাম, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আরা এবং জেলা স্যানিটারি ইন্সপেক্টর অমলেন্দু ভান্ডারি।

নির্বাহী ম্যাজিস্টেট শারমিন আরা জানান, বেশ কয়েকজন ভুক্তভোগী থেকে অভিযোগ পেয়েছি। পরে শাসনগাছা এলাকায় এশিয়া লাইন সার্ভিসের ভাড়ার তালিকা না থাকায় এবং উপস্থিত যাত্রীদের সাথে কথা বলে দ্বিগুণ ভাড়া আদায় করায় অভিযোগে দশ হাজার টাকা জরিমানা করি।

এছাড়া এসময় শাসনগাছা এলাকায় মেয়াদ উত্তীর্ণ কেক বিক্রয়ের অভিযোগে বিসমিল্লাহ কনফেকশনারিকে তিন হাজার টাকা, আপ্যায়ন হোটেলকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগে পাঁচ হাজার টাকা, জালালাবাদ হোটেলকে পাঁচ হাজার টাকা ও ওজনে কারচুপি করায় শাহজালাল ফুডকে পাঁচ হাজার টাকাসহ মোট ২৮ হাজার টাকা জরিমানা করা হয়।

(ঢাকাটাইমস/১৯আগস্ট/এলএ)