জাপানে মুন্সিগঞ্জ-বিক্রমপুর সোসাইটির ঈদ আনন্দ

হাসিনা বেগম রেখা, জাপান
 | প্রকাশিত : ১৯ আগস্ট ২০১৯, ২৩:০৩

বরাবরের মতো এবছরও অত্যন্ত আনন্দঘন মনোরম পরিবেশে জাপানে মুন্সিগঞ্জ-বিক্রমপুর সোসাইটি ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ‘ঈদ আনন্দ ২০১৯’ সম্পন্ন হয়েছে।

মূলত পবিত্র ঈদুল আজহার মাহাত্ম্য সকলের সঙ্গে সমান ভাগে ভাগ করে নেয়ার জন্য মুন্সিগঞ্জ-বিক্রমপুর সোসাইটি জাপান কোরবানির মাংসে আপ্যায়নের মাধ্যমে সব জাপান প্রবাসীকে একত্রিত করে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানের মাধ্যমে ‘ঈদ আনন্দ’নামে এ অনুষ্ঠানের আয়োজন করে থাকে।

বরাবরের মতো এবারও জাপানি অতিথিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

রবিবার টোকিওর অদূরে সাইতামা প্রিফেকচারের মিসাতো সিটির সবুজে ঘেরা এবং লেক সংলগ্ন মিসাতো পার্কের নির্মল খোলা উদ্যানে এবারের ঈদ আনন্দ অনুষ্ঠানটি হয়।

দুপুর দেড়টায় সংগঠনের সভাপতি বাদল চাকলাদার সবাইকে স্বাগত ও ধন্যবাদ জানানোর পর দোয়া মাহফিল শেষে ঈদ আনন্দ আয়োজনের প্রধান আকর্ষণ কোরবানির মাংসে ঈদ আপ্যায়ন পর্বের সূচনা ঘোষণা করেন। বিক্রমপুরের ঐতিহ্যে সবাইকে আপ্যায়ন করা হয়।

বিনোদন পর্বটি শুরু হয় বিকাল ৩টা থেকে। শিশুদের জন্য বিশেষ আয়োজন বিস্কুট দৌড় প্রতিযোগিতা ছিল অন্যরকম আকর্ষণ। অর্ধশতাধিক শিশু এতে অংশ নেয়। আয়োজনে বিশেষ পুরস্কারের পাশাপাশি অংশগ্রহণকারী সকলকে উপহার দেয়া হয়।

এ বছর মহিলা, পুরুষ উভয়ের সংমিশ্রণে মিউজিক্যাল চেয়ার অনুষ্ঠিত হয়। আয়োজনটি খুবই উপভোগ্য ছিল।

বিনোদন পর্ব পরিচালনা করেন কামরুল আহসান জুয়েল এবং বিনোদন অনুষ্ঠানের পরিকল্পনা এবং সার্বিক দায়িত্বে ছিলেন রাহমান মনি।

(ঢাকাটাইমস/১৯আগস্ট/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :