বরিশালে ডেঙ্গুতে কলেজছাত্রীর মৃত্যু

ব্যুরো প্রধান, বরিশাল
 | প্রকাশিত : ১৯ আগস্ট ২০১৯, ২৩:৪০

বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত সুমাইয়া আক্তার নামে এক কলেজছাত্রী মারা গেছেন্। সোমবার দুপুর ২টায় হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ)-তে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত সুমাইয়া পটুয়াখালী জেলার দুমকি উপজেলা সদরের বাসিন্দা ও জনতা কলেজের অধ্যাপক ফজলুল হকের মেয়ে এবং একই কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।

এদিকে, সুমাইয়াসহ এ পর্যন্ত শেবাচিম হাসপাতালে ডেঙ্গু জ্বরে মারা গেছেন চারজন। এছাড়া বরিশাল বিভাগে ডেঙ্গু জ্বরে মৃত্যু রোগীর সংখ্যা ছয়জন।

তথ্য নিশ্চিত করে বরিশাল শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, সুমাইয়া আক্তার নামে ওই ছাত্রী নিজ বাড়িতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়। পরে গত ১৬ আগস্ট তাকে বরিশাল শেবাচিম হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়।

পরিচালক বলেন, চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে সুমাইয়া শকে চলে যায়। এজন্য দ্রুত তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। এর দেড় ঘণ্টার মাথায় আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সুমাইয়ার মৃত্যু হয়।

পরিচালক জানান, বর্তমানে শেবাচিম হাসপাতালে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ২১৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

(ঢাকাটাইমস/১৯আগস্ট/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :