জামিন পেলেন এফআর টাওয়ারের মালিক ফারুক

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২০ আগস্ট ২০১৯, ১৭:০৮ | প্রকাশিত : ২০ আগস্ট ২০১৯, ১৭:০৭

দুদকের দায়ের করা জাল-জালিয়াতির মামলায় বনানীর এফআর টাওয়ারের জমির মালিক প্রকৌশলী এস এম এইচ আই ফারুক জামিন পেয়েছেন।

মঙ্গলবার ঢাকার সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশ এ আদেশ দেন।

সোমবার বেলা ১টার দিকে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর মঙ্গলবার দুপুরে তাকে কারাগারে পাঠানোর আবেদন করে আদালতে হাজির করেন দুদকের উপ পরিচালক মো. আবু বকর সিদ্দিক।

আসামিপক্ষে বাহার উদ্দিন জামিনের আবেদন করেন। অন্যদিকে দুদকের পক্ষে প্রসিকিউটর মোশারফ হোসেন কাজল ও মাহমুদ হোসেন জাহাঙ্গীর জামিনের বিরোধিতা করেন।

এর আগে বিএনপি নেতা ও কাশেম ইন্ডাস্ট্র্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তাসভীর-উল- ইসলাম রবিবার গ্রেপ্তার হন। তাকেও সোমবার একই আদালত জামিন দিয়েছে।

মামলায় গত ২৯ জুলাই রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সহকারী পরিচালক (নিরীক্ষা ও বাজেট) মো. সদরুল আলম গ্রপ্তার হন। পরদিন তাকে কারাগারে পাঠায় একই আদালত। গত সোমবার এ আসামির হাইকোর্ট জামিন মঞ্জুর করেছেন। চলতি বছর ২৫ জুন মামলাটি দায়ের করে দুদক।

অন্যদিকে একই ঘটনায় দায়ের হওয়া দণ্ডবিধির আইনের মামলায় তাসভির উল ইসলাম (৬৬) গত ৩০ মার্চ আটক হন। ৩১ মার্চ সাত দিনের রিমান্ড হয়। পরবর্তী সময়ে গত ১১ এপ্রিল তিনি সিএমএম আদালত থেকেই জামিন পান। একই মামলায় জমির মালিক প্রকৌশলী এস এম এইচ আই ফারুক একইদিন গ্রেপ্তার হন। তিনি এক মাস পাঁচ দিন কারাভোগের পর গত ৬ মে জামিন পান। আর গ্রেপ্তার না হওয়া রূপায়ন গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান ওরফে মুকুল গত ২৩ জুন আত্মনমর্পণ করেই জামিন পান।

(ঢাকাটাইমস/২০আগস্ট/আরজেড/জেবি)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি

আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি

কক্সবাজারে কতজন রোহিঙ্গা ভোটার, তালিকা চেয়েছেন হাইকোর্ট

সাউথ এশিয়ান ল' ইয়ার্স ফোরাম ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল চ্যাপ্টারের দায়িত্ব পুনর্বণ্টন

আদেশ প্রতিপালন না হওয়ায় চট্টগ্রামের ডিসি এসপিসহ চার জনকে হাইকোর্টে তলব

১১ মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগের শুনানি ২৯ জুলাই

২৮ দিন পর খুলল সুপ্রিম কোর্ট

ব্যবসায়ী নাসিরের মামলা: পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি

বোট ক্লাব কাণ্ড: পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

সেই রাতে ৮৭ হাজার টাকার মদ খেয়েছিলেন পরীমনি, পার্সেল না দেওয়ায় তাণ্ডব

এই বিভাগের সব খবর

শিরোনাম :