ব্রিটিশ কূটনীতিককে আটক করেছে চীন

প্রকাশ | ২০ আগস্ট ২০১৯, ১৭:৪৭

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

চীনের আধা-স্বায়ত্তশাসিত হংকংয়ের নাগরিকদের বিক্ষোভের মধ্যেই দেশটিতে নিযুক্ত ব্রিটিশ কনস্যুলেটর এক কর্মকর্তাকে আটক করেছে চীনা কর্তৃপক্ষ।

ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, চীনা কর্তৃপক্ষের কাছে আটক ২৮ বছর বয়সী ব্রিটিশ কূটনৈতিকের নাম সিমন চেং। গত ৮ আগস্ট তিনি চীনের মূল ভূখণ্ডের শহর শেনঝেনে ভ্রমণে যান। হংকংয়ে ফেরার পথে পুলিশ তাকে আটক করে।

যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানায়, ব্রিটিশ কূটনীতিককে আটকের ঘটনায় আমরা উদ্বিগ্ন। এ বিষয়ে চীনের গুয়ানডং প্রদেশ কর্তৃপক্ষের কাছে তথ্য চাইবো।

কূটনীতিকের প্রেমিকার বরাতে গার্ডিয়ান এ খবর প্রকাশ করেছে। প্রেমিকা জানায়, হংকংয়ে ফেরার পথে সিমনের সঙ্গে তারা কথা হচ্ছিল। কিন্তু শেনঝেন সীমান্ত পার হওয়ার পূর্বে সে তাকে একটি মোবাইল বার্তা পাঠায়। বার্তায় লেখা ছিল,‘সীমান্ত পার হওয়ার জন্য আমি প্রস্তুত। আমার জন্য প্রার্থনা করো।’

হংকংয়ের অভিবাসন কর্তৃপক্ষ জানিয়েছে, ব্রিটিশ কূটনীতিককে চীনের মূল ভূখণ্ডে প্রশাসনিকভাবে আটক করা হয়েছে। তবে তাকে কোথায় রাখা হয়েছে এবং কি কারণে আটক করা হয়েছে সে বিষয়ে কিছু জানানো হয়নি।

ব্রিটিশ কনস্যুলেট বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক কর্মকর্তা হিসেবে সিমন চেং দায়িত্বরত ছিলেন।

ঢাকাটাইমস/২০আগস্ট/আরআর