চাঁদপুরে বিষধর রাসেল ভাইপার সাপ উদ্ধার

প্রকাশ | ২০ আগস্ট ২০১৯, ১৮:১০

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

চাঁদপুর সদর উপজেলা থেকে রাসেল ভাইপার নামের একটি বিষধর সাপ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার বিকালে চট্টগ্রাম মেডিকেল কলেজের ভেনম রিচার্জ সেন্টারের কর্মকর্তাদের সাপটি হস্তান্তর করা হয়েছে বলে জানান সদর উপজেলার এসিল্যান্ড ইমরান হোসাইন সজীব।

জানা যায়, সোমবার দুপুরে শহরের কোড়ালিয়া এলাকায় মেঘনা নদীর পাশে একটি পুকুর থেকে সাপটি ধরে স্থানীয় যুবকরা। তারা সাপটি মারতে উদ্ধত হলে স্থানীয় যুবক অপু পাটোয়ারী সাপটি নিজের সংরক্ষণে নিয়ে নেয়। সাপটি দেখার জন্য স্থানীয় অনেক নারী ও পুরুষ ভিড় জমায়।

এর আগেও স্থানীয়রা এক মাস আগে একই প্রজাতির একটি সাপ আটক করেছিল। পরে তার মেরে ফেলা হয়।ৎ

ঢাকাটাইমস/২০আগস্ট/ইএস