শাহাদাতবার্ষিকীতে বঙ্গবন্ধুকে স্মরণ করল ওয়ার্ল্ড ইউনিভার্সিটি

প্রকাশ | ২০ আগস্ট ২০১৯, ১৮:২৩

ঢাকাটাইমস ডেস্ক

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী স্মরণে এক আলোচনা ও দোআ মাহফিল ১৯ আগস্ট সোমবার বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. নুরুল ইসলাম।

সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুশফিক এম. চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর, বিভিন্ন বিভাগের প্রধানগণ, ডিন, শিক্ষকবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।

আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধুর কর্মময় জীবন ও আদর্শ নিয়ে আলোচনা করেন এবং ভবিষ্যৎ প্রজন্মকে বঙ্গবন্ধু ও মহান স্বাধীনতার সঠিক ইতিহাস জেনে নিজেদের সুশিক্ষায় শিক্ষিত করে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।

বক্তারা বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়িত করতে হলে তার আদর্শ বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করতে হবে।

শেষে উপস্থিত সবাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারবর্গের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

(ঢাকাটাইমস/২০আগস্ট/জেবি)