চাঁদপুরে ৫৫১ ডেঙ্গুরোগী, ২৪ ঘণ্টায় ভর্তি ১৬

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২০ আগস্ট ২০১৯, ২২:৪৪ | প্রকাশিত : ২০ আগস্ট ২০১৯, ২২:১১

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে গত ৭ জুলাই থেকে ২০ আগস্ট বিকেল চারটা পর্যন্ত ডেঙ্গুরোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৫৫১জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ১৬জন।

মঙ্গলবার বিকালে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে গিয়ে এসব তথ্য পাওয়া যায়।

হাসপাতাল সূত্র জানায়, এই হাসপাতালে ৫৫১জন রোগী ভর্তি হওয়ার পর চিকিৎসা সেবা নিয়ে বাড়ি ফিরেছেন ৩৪৭জন। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে ১৬৪জন। ভর্তি হওয়া আক্রান্ত রোগীদের মধ্যে ঢাকায় আক্রান্ত হয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৩৫৪জন।

এছাড়াও ভর্তি হওয়া আক্রান্ত রোগীদের মধ্যে চাঁদপুরে আক্রান্ত হয়েছেন ১৮৭জন, লক্ষ্মীপুর থেকে ৬জন, শরীয়তপুর থেকে ১জন, খুলনা থেকে ২জন, চট্টগ্রাম থেকে ১জন। আর গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ১৬ জনের মধ্যে ঢাকা থেকে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১০জন এবং বাকি ৬জন চাঁদপুরে আক্রান্ত হয়। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন পুরুষ ২৫জন, মহিলা ১০জন ও শিশু পাঁচজনসহ মোট ৪০জন।

তত্ত্বাবধায়ক আনোয়ারুল আজিম বলেন, সাত জুলাই থেকে হাসপাতালে ভর্তি হওয়া ৫৫১জন রোগীর মধ্যে ৩৪৭ জনকে চিকিৎসা সেবা দিয়ে সুস্থ করে বাড়িতে পাঠিয়েছি। গত কয়েকদিনের তুলনায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা তুলনামূলক কমেছে। আমাদের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও চিকিৎসকগণ সেবা দেওয়ার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রেখেছেন।

ঢাকাটাইমস/২০আগস্ট/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :