ধোনির রেকর্ডের সামনে কোহলি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২১ আগস্ট ২০১৯, ০৮:২৭ | প্রকাশিত : ২১ আগস্ট ২০১৯, ০৮:২৬

আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে নামার সঙ্গে সঙ্গে রেকর্ডের সন্ধিক্ষণে দাঁড়িয়ে ভারতীয় অধিনায়ক কোহলি৷ বৃহস্পতিবার থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে নামছে ভারত৷ এই টেস্ট ম্যাচ দিয়েই টেস্টের বিশ্বচ্যাম্পিয়নশিপ শুরু করছে কোহলি অ্যান্ড কোং৷

একটি মাত্র টেস্ট জিতলেই ক্যাপ্টেন হিসেবে মহেন্দ্র সিং ধোনিকে ধরে ফেলবেন বিরাট কোহলি৷ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ খেলবে ভারত৷ প্রথম টেস্ট বৃহস্পতিবার থেকে অ্যান্টিগার নর্থ সাউন্ডে৷ ভারতীয় ক্যাপ্টেন হিসেবে সর্বাধিক টেস্ট জিতেছেন ধোনি৷ ৬০টি টেস্টে ২৭টি জয় রয়েছে ধোনির৷

অ্যান্টিগায় ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে মাঠে নামার আগে এক ধাপ পিছিয়ে রয়েছেন বিরাট৷ ৪৬টি ম্যাচে ২৬টি টেস্ট জিতেছেন ক্যাপ্টেন কোহলি৷ অর্থাৎ একটি মাত্র টেস্ট জিতলেই ধোনিকে ছুঁয়ে ফেলবেন বিরাট৷ আর ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দু’টি টেস্ট জিতলেই দেশের সবচেয়ে সফল টেস্ট অধিনায়কের শিরোপ উঠবে বিরাটের মুকুটে৷

ধোনির আগে ভারতের সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক ছিলেন সৌরভ গাঙ্গুলী৷ ৪৯টি টেস্টে ২১টি জিতেছেন সৌরভ৷ তিনিই বিদেশের মাটিতে ভারতের টেস্ট জয়ের ধারাবাহিকতা দেখান৷ সৌরভের আগে দেশের হয়ে সবচেয়ে বেশি টেস্ট জয়ের নজির ছিল প্রাক্তন ভারত অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনের৷ তাঁর নেতৃত্বে ১৪টি টেস্ট জিতেছিল ভারত৷

ডিসেম্বর, ২০১৪ অস্ট্রেলিয়া সফরে ধোনির হঠাৎ টেস্ট অবসরের পর নেতৃত্বের ব্যাটন ওঠে কোহলির হাতে৷ ঘরের মাঠে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ জেতেন কোহলি৷ কিন্তু ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে হারতে হয় তাঁর দলকে৷ তবে গত বছর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জিতে ইতিহাস গড়েন কোহলি৷ উপমহাদেশের প্রথম অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়া মাটিতে টেস্ট সিরিজ জয়ের রেকর্ড করেন বিরাট৷ এছাড়াও গত ওয়েস্ট ইন্ডিজ সফরেও কোহলির নেতৃত্বে সিরিজ জেতে ভারত৷

(ঢাকাটাইমস/২১ আগস্ট/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :