চাদের কক্ষপথে পৌঁছেছে চন্দ্রায়ন-২

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ আগস্ট ২০১৯, ১০:৩৩

সফলভাবে চাঁদের কক্ষপথে পৌঁছেছে চন্দ্রায়ন- ২। এটি ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর পাঠানো মহাকাশযান। গতকাল মঙ্গলবার সকাল ভারতের স্থানীয় সময় সকাল নয়টা ২ মিনিটে চাঁদের কক্ষপথে সফলভাবে চন্দ্রায়নকে পৌঁছে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরো। সংস্থাটি জানিয়েছে মহাকাশ যানটির সকল যন্ত্র সঠিকভাবে কাজ করছে।

অনুষ্ঠানিক বিবৃতিতে ইসরো জানায়, ‘চন্দ্রায়ন ২ পরপর কতগুলো কক্ষপথের ওপর কাজ করবে। যার মাধ্যমে চন্দ্রপৃষ্ঠ থেকে ১০০ কিলোমিটার দূরের শেষ কক্ষপথে পৌঁছাবে যানটি। পরে, অবতরণকারী অংশটি কক্ষপথ থেকে আলাদা হয়ে যাবে, এবং চাঁদের চারপাশে ১০০ গুণন ৩০ কিলোমিটার কক্ষপথে প্রবেশ করবে। ২০১৯ সালের ৭ সেপ্টেম্বর চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছাবে যানটি ।

প্রত্যেক মুহুর্তে চন্দ্রায়নের উপর নজর রাখছে ইসরো। বেঙ্গালুরু থেকে ডিপ স্পেস নেটওয়ার্ক অ্যান্টেনার মাধ্যমে যানের খেয়াল রাখছে মহাকাশ গবেষণা সংস্থাটি। মিশনটি পরিচালনা করতে খরচ হয়েছে ভারতীয় মুদ্রায় ১০০০ কোটি রুপি।

(ঢাকাটাইমস/২১আগস্ট/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা