মিসবাহকে কোচ করতে চায় পিসিবি

প্রকাশ | ২১ আগস্ট ২০১৯, ১১:২৭

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হককে এবার প্রধান কোচ ও দল নির্বাচন কমিটির প্রধান নিয়োগ করতে চাইছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে মিসবাহ এই দায়িত্ব নিতে এখনও রাজি হননি। ২৩ আগস্ট পাকিস্তানের প্রধান কোচ হওয়ার আবেদন জানানোর শেষ দিন। মিসবাহ এখনও আবেদন জানাননি।

পিসিবি সূত্রে খবর, মিসবাহ এখন লাহোরে প্রাক মৌসুম প্রস্তুতি শিবির পর্যবেক্ষণ করছেন। তিনি প্রথমে এই দায়িত্ব নিতেও রাজি হননি। কিন্তু পিসিবির ডিরেক্টর ইন্টারন্যাশনাল ক্রিকেট জাকির খান এ বিষয়ে মিসবাহকে রাজি করান। ফলে কোচ ও নির্বাচক হতেও তিনি রাজি হবেন বলে আশাবাদী পিসিবি কর্তারা।

এক পিসিবি কর্তা বলেছেন, ‘মিসবাহ জানে ফখর জামান, বাবর আজমের মতো কয়েকজন ক্রিকেটারের ফিটনেস নিয়ে সমস্যা আছে। ওর মতে, বিশ্বকাপের পরেই এই ক্রিকেটারদের দেশে ডেকে পাঠানো উচিত ছিল পিসিবির। ওদের রিহ্যাব করা উচিত ছিল। কিন্তু তার বদলে ওদের ইংল্যান্ডে বা অন্য কোথাও টি-২০ লিগ খেলার অনুমতি দেওয়া উচিত হয়নি। এই বিষয়টি নিয়ে অসন্তুষ্ট মিসবাহ।’

(ঢাকাটাইমস/২১ আগস্ট/এসইউএল)