সৈকতে বেড়াতে গিয়ে বালু নেওয়ায় আটক

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২১ আগস্ট ২০১৯, ১৫:২৫

সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে সেখানকার বালু, নুড়ি পাথর বা শামুক ঝিনুক নিয়ে ফেরেন না এমন লোকের দেখা মেলা ভার। সৈকতে ভ্রমণের স্মৃতি রাখতেই সকলে এমনটি করে থাকেন। তবে সব সৈকতে গিয়ে এমনটি করলে তা হিতে বিপরীত হতে পারে। যেমনটি ঘটেছে ইতালিতে বেড়াতে আসা দুই পর্যটকের কপালে।

স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, গত সপ্তাহে দুই ফরাসি পর্যটক সার্ডিনিয়ার দক্ষিণ তটে অবস্থিত শিয়া সৈকত থেকে ৯০ পাউন্ড বালি সংগ্রহ করেছিলেন স্মারক হিসেবে। এটিই বিপদে ফেলেছে তাদের।

তাদের বিরুদ্ধে চুরির অভিযোগ আনা হয়েছে। ১৪টি বোতলে এই বালু ভরে তারা পোর্তো টোরেস থেকে ফ্রান্সের পথে রওনা দিয়েছিলেন। সেখানেই ইতালি পুলিশের হাতে ধরা পড়েন তারা। এই অপরাধে তাদের এক থেকে ৬ বছরের জেল হতে পারে বলে জানা গেছে।

পর্যটকরা অবশ্য জানিয়েছেন, এই বালু নেওয়ার সময়ে তারা জানতেন না, এই কাজ বেআইনি। তবে এই বিষয়ে ইতালির পুলিশের তরফে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, ২০১৭ সালে ইতালিতে নতুন এক আইন তৈরি হয়। সেখানে বলা হয়েছে সারডিনিয়ার বিচ থেকে বালু, নুড়ি পাথর অথবা ঝিনুক নেওয়া বেআইনি। ধরা পড়লে ৩ হাজার ইউরোর জরিমানা হতে পারে।

ঢাকা টাইমস/২১আগস্ট/একে

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :