প্রতিভাবান তরুণদের ঠিক পথে চালাতে হবে: লারা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ আগস্ট ২০১৯, ১৬:০৯

শুধু জেসন হোল্ডারের টিমের বিরুদ্ধেই নয়, আসন্ন টেস্ট সিরিজে ভারতীয় টিমকে খেলতে হবে ব্রায়ান লারার মস্তিস্কের সঙ্গেও। শুধু মস্তিস্কই নয়, নিজের লড়াকু মানসিকতা ওয়েস্ট ইন্ডিজ টেস্ট টিমের মধ্যে ঢুকিয়ে দিতে চান লারা।

ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য লারা ও রামনরেশ সারওয়ানকে বিশেষভাবে ক্যারিবিয়ান ক্রিকেটারদের ট্রেনিংয়ের জন্য নিয়ে এসেছে টিম। লারা কিন্তু টেকনিকের থেকে মনস্তাত্বিক বিষয়ের উপরই জোর দিচ্ছেন। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমার মনে হয়, ছেলেদের উপর মানসিকভাবে প্রভাব রাখতে পারব।’

এতেই শেষ নয়। লারার সংযোজন, ‘আমার মনে হয়, যদি একটা লক্ষ্যে স্থির থাকা যায়, সেই প্রস্তুতিটা অনেক ভালোভাবে হয়। আমার মনে হয়, তরুণ ক্রিকেটারদের মানসিকভাবে আর একটু চাঙা করার প্রয়োজন আছে।’

ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে নিজের উত্তরসূরিদের মানসিকভাবে উদ্বুদ্ধ করার কাজটাই করতে চান বাইশ গজের এই কিংবদন্তি। একই সঙ্গে নিজের টিম নিয়ে যথেষ্ট আশাবাদী তিনি। লারার কথায়, ‘আমি ক্যাম্পে এই টিমটাকে যতটা দেখেছি, তাতে সবাইকে খুব উজ্জীবিত মনে হয়েছে। তরুণ ক্রিকেটাররা প্রচণ্ড পরিশ্রম করছে। সত্যি বলতে কোচ ফ্লোয়েড রিফার ও তার টিম এক সঙ্গে খুব ভালো কাজ করছে।’

কীভাবে ক্রিকেটারদের উপর ছাপ রাখতে চান, সে কথাও জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১৩১টি টেস্ট খেলার অভিজ্ঞতাসম্পন্ন লারা। বলেছেন, ‘আশা করি, আমার ক্রিকেট খেলার জ্ঞান, অভিজ্ঞতাগুলো ওদের সঙ্গে শেয়ার করতে পারব।’ টেস্ট র‌্যাঙ্কিংয়ে ভারত দীর্ঘদিন ধরেই এক নম্বরে। সেখানে ওয়েস্ট ইন্ডিজ রয়েছে আটে। লারা কিন্তু নিজের টিমকে প্রতিভার দিক থেকে পিছিয়ে রাখতে নারাজ। তাঁর সাফ কথা, ‘আমাদের টিমের তরুণরা অত্যন্ত প্রতিভাবান। এখন আমাদের কাজ হল, ওদের ঠিক পথে চালিত করা।’

অ্যান্টিগায় বৃহস্পতিবার শুরু প্রথম টেস্ট। অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জিতে আসার পর এই প্রথম টেস্ট সিরিজ খেলছে ভারত। ওয়েস্ট ইন্ডিজ শেষ সিরিজ খেলেছে ইংল্যান্ডের বিরুদ্ধে। সেটাও দেশের মাঠে। ভারতের বিরুদ্ধে সেই জয়ের কথা মনে করিয়ে উদ্বুদ্ধ করতে চান লারা। তাঁর বক্তব্য, ‘আমার মনে হয়, ঘরের মাঠে যেমন পারফরম্যান্স করে ইংল্যান্ডকে হারিয়েছিলাম, সে কথা মাথায় রেখে নামা উচিত। আমাদের ভালো কিছু করতে গেলে, বিদেশের আগে নিজেদের দেশের মাঠে জয়ের ভিত গড়তে হবে।’

(ঢাকাটাইমস/২১ আগস্ট/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :