ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত: নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ আগস্ট ২০১৯, ১৬:৩৫

ভারতের উত্তরাখণ্ড রাজ্যে এাণবাহী একটি হেলিকপ্টার বৈদ্যুতিক তারের সঙ্গে ধাক্কা লেগে বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় দুই পাইলটসহ এক ক্রু মারা গেছেন।

রাজ্যের উত্তরকাশির মোরি থেকে বন্যা দুর্গত মোলভি অঞ্চলে ত্রাণ পৌছানোর উদ্দেশ্যে হেরিটেজ অ্যাভিয়েশন কোম্পানির হেলিকপ্টারটি রওয়া দেয়। কিন্তু রাস্তায় বৈদ্যুতিক তারের সঙ্গে ধাক্কায় হেলিকপ্টারে আগুন লেগে যায়।

হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয় পুলিশ সদস্যরা উদ্ধার অভিযানে অংশগ্রহণ করে।

ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের সদস্যরা হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করছিল।

সম্প্রতি ভারী বর্ষণপাতের কারণে উত্তরাখণ্ডে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রায় ৩৫ জনের মৃত্যুর খবর জানা গেছে। উত্তরকাশীর টনসসহ বিভিন্ন নদীতে প্রবল জোয়ার বইছে।

ভারতের উত্তরাঞ্চলীয় হিমাচল প্রদেশ, পাঞ্জাব ও হরিয়ান রাজ্যেও প্রচুর বৃষ্টিপাত হয়েছে। গত কয়েক দিন বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধসে হিমাচল প্রদেশে অন্তত ৪৩ জনের প্রাণহানি হয়েছে। ২০১৩ সালে উত্তরাখণ্ডে বন্যা পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছিল। বন্যায় প্রায় এক হাজারের বেশি মানুষের প্রাণহানির ঘটনা ঘটে।

ঢাকাটাইমস/২১আগস্ট/আরআর

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :