দুর্নীতি মামলায় সাবেক ওসি সাইফুল স্ত্রীসহ দণ্ডিত

প্রকাশ | ২১ আগস্ট ২০১৯, ১৭:২১

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস

অবৈধ সম্পদ অর্জনের মামলায় রাজবাড়ীর গোয়ালন্দ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলানের ১৪ বছর এবং তার স্ত্রী জাকিয়া ইসলাম অনুর দুই বছরের কারাদণ্ডের রায় দিয়েছে আদালত।

বুধবার ঢাকার চার নম্বর বিশেষ জজ শেখ নাজমুল আলম এ রায় ঘোষণা করেন।

স্বামীকে অবৈধ সম্পদ অর্জন এবং দখলে রাখার সহায়তার অভিযোগে জাকিয়া ইসলাম অনুর ওই কারাদণ্ডের আদেশ দেয় আদালত।

রায়ে কারাদণ্ডের পাশাপাশি সাইফুল ইসলামের একটি মামলায় তিন লাখ টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে তাদের আরও এক বছর কারাদণ্ড, তার স্ত্রীকে এক লাখ টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে তার আরও তিন মাস কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

অপর মামলায় সাইফুল ইসলামের দুই ধারায় দুই লাখ ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে দেড় বছরের বছর কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।

রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর সাজা পরোয়ানা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

পৃথক তিন ধারায় সাইফুল ইসলামের ১৪ বছরের কারাদণ্ড হলেও তা রায়ে একসাথে কার্যকর হওয়ার ঘোষণা থাকায় সাত বছর কারাভোগ করতে হবে বলে আদালত সূত্রে জানা গেছে।

জ্ঞাত আয়বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগে সাইফুল ইসলামকে এবং তার স্ত্রী জাকিয়া ইসলাম অনুকে আসামি করে ২০১০ সালের ২২ জুন রমনা থানায় দুটি মামলা দায়ের করেন দুদকের সহকারী পরিচালক মোজাহার আলী সরদার।

সাইফুল ইসলাম এবং তার স্ত্রীর বিরুদ্ধে দায়ের একটি মামলায় বলা হয়, ২০০৯ সালের ২৯ সেপ্টেম্বর সাইফুল ইসলাম নিজ নামে, স্ত্রী ও পোষ্যদের নামে অর্জিত সর্বমোট ৪২ লাখ ৫৫ হাজার ২১ টাকার এবং স্ত্রী ৩১ লাখ ৪৫ হাজার টাকার সম্পদের হিসাব দাখিল করেন। কিন্তু মামলায় তাদের দুই কোটি ৫০ লাখ ৫৭ হাজার ৭৮৬ টাকার সম্পদের জ্ঞাত আয়বর্হিভূত সম্পদ অর্জন এবং তথ্য গোপনের অভিযোগ করা হয়।

অপর মামলায় বলা হয়, সাইফুল ইসলাম নিজ নামে, স্ত্রী ও পোষ্যদের নামে অর্জিত সর্বমোট পাঁচ কোটি ২৪ লাখ ২৩ হাজার ৩৫০ টাকার সম্পদের হিসাব দাখিল করেন। কিন্তু মামলায় তার বিরুদ্ধে সাত লাখ ১০ হাজার ১২৫ টাকার সম্পদের তথ্য যোগান এবং ২৬ লাখ ৯০ হাজার ৯২৫ টাকার জ্ঞাত আয়বর্হিভূত সম্পদের অভিযোগ করা হয়।

উভয় মামলায় ২০১১ সালের ৪ আগস্ট আদালত আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরু করে।

(ঢাকাটাইমস/২১আগস্ট/আরজেড/জেবি)