ঘাটাইলে মাটির নিচ থেকে ৩৩ রাউন্ড গুলি উদ্ধার

প্রকাশ | ২১ আগস্ট ২০১৯, ১৮:৪৩

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় মাটির নিচ থেকে ৩৩ রাউন্ড গুলি পাওয়া গেছে। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার একটি স্কুলের পরিত্যক্ত ভবন থেকে এসব গুলি উদ্ধার করে পুলিশ।

পুলিশের ধারণা, থ্রি নট থ্রি রাইফেলের গুলিগুলো স্বাধীনতাযুদ্ধ বা পরবর্তী সময়ের।
প্রত্যক্ষদর্শীরা জানান, ৪৪নং নাটশালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে নতুন ভবন নির্মাণের কাজ চলছে। পুরাতন ভবনের পরিত্যাক্ত জায়গাটি খোঁড়া হচ্ছিল। সকালে শ্রমিকদের কোদালের আঘাতে প্রায় দুই ফুট মাটির নিচ থেকে কাচের বোতলে থাকা গুলিগুলো উঠে আসতে থাকে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আজগর হোসেন বিষয়টি পুলিশকে অবহিত করেন। পরে সেখান থেকে মাটিমাখা গুলিগুলো উদ্ধার করে পুলিশ।

ঘাটাইল থানার এসআই আব্দুল মান্নান জানান, থ্রি নট থ্রি রাইফেলের ৩৩ রাউন্ড গুলি পাওয়া গেছে। গুলিগুলো কত দিনের পুরাতন ও সেগুলো তাজা কিনা সে বিষয়ে বিশেষজ্ঞদের মতামত নেয়া হবে।

(ঢাকাটাইমস/২১আগস্ট/এলএ)