ডেঙ্গু প্রতিরোধে ট্রাফিক উত্তর বিভাগের অভিযান

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ আগস্ট ২০১৯, ১৯:০৫

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতা কর্মসূচি পালন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির ট্রাফিক উত্তর বিভাগ।

বুধবার দুপুরে মহাখালী বাস-টার্মিনালে এই কর্মসূচি পালন করা হয়। ট্রাফিক উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার প্রবীর কুমার রায় উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় মহাখালী বাস টার্মিনালের যাত্রী ও পরিবহন শ্রমিকদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ করা হয়।

প্রবীর কুমার বলেন, ‘বর্তমানে ডেঙ্গু রোগের প্রকোপ বেড়েছে। দুই সিটি মশা নিধনে কাজ করছে। আমরা যদি নিজ নিজ অফিস, বাসার চারপাশ ও বাগানসহ ঝোঁপঝাড় পরিষ্কার রাখি এবং ফুলের টব, ডাবের খোসাসহ আশেপাশে পানি জমতে না দিই তাহলে এডিস মশার বংশ বিস্তার রোধ করা সম্ভব। সঙ্গে কমবে ডেঙ্গু রোগীর সংখ্যা। আজ থেকে ট্রাফিক উত্তর বিভাগের পরিচ্ছন্নতা অভিযান শুরু করলো, ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন গুলশান জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এবি এম জাকির হোসেন, মহাখালী বাস-টার্মিনাল সড়ক মালিক সমিতির সভাপতি আবুল কালাম, মহাখালী ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার সুবীর রঞ্জন দাস প্রমুখ।

(ঢাকাটাইমস/২১আগস্ট/এসএস/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :