ভুবনেশ্বর নদের কচুরিপনা পরিষ্কারের দাবি

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ আগস্ট ২০১৯, ২২:০৫

ফরিদপুর চরভদ্রাসনের সদর বাজারে ভুবনেশ্বর নদের (লোহারটেক কোল) কচুরিপনা পরিষ্কার ও সংস্কারের দাবিতে মানববন্ধন পালিত হয়েছে।

বুধবার বেলা ১১টার দিকে নদী রক্ষা কমিটির উদ্যোগে বাজার ব্যবসায়ীরা এ মানববন্ধনের আয়োজন করেন।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে স্মারকলিপি দেন তারা।

উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষে এ স্মারকলিপি গ্রহণ করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ফারজানা নাসরিন।

কর্মসূচিতে হাটবাজার বনিক সমিতি সভাপতি শহিদুল ইসলাম মোল্যার সভাপতিত্বে বক্তব্য দেন- নদী রক্ষা কমিটির সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোতালেব হোসেন মোল্যা, বিএস ডাঙ্গী মডেল সরকারি প্রাইমারি বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ওয়াছেল শিকদার, হাটবাজার ঘর মালিক সমিতির সাধারণ সম্পাদক শহিদ মোল্যা, শিক্ষক নজরুল ইসলাম, চরভদ্রাসন থানা মহিলা আওয়ামী লীগের সভাপতি রওশন আরা পারভীন, থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ব্যবসায়ী আবুল কালাম, আ: সালাম মোল্যা, মোজাফফর হোসেন জাফর প্রমুখ।

এই কর্মসূচিতে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী,ব্যবসায়ী ও এলাকার সাধারণ মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, এক যুগের বেশি সময় ধরে প্রায় দেড় কি:মি: জায়গাজুড়ে কচুরিপনা জন্ম নিয়েছে। যার কারণে মশা, বিষধর সাপের জন্ম হয়েছে। সেই সাথে নদের সংস্কার না হওয়ায় বিলীন হয়েছে নাব্য। এই কারণে কচুরিপনা অপসারণসহ নদ সংস্কারের দাবি জানান তারা।

(ঢাকাটাইমস/২১আগস্ট/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :