মেয়র নাছিরের সঙ্গে ২০ বিসিএস কর্মকর্তার সাক্ষাৎ

প্রকাশ | ২১ আগস্ট ২০১৯, ২২:২৫

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম.নাছির উদ্দীন বলেছেন, ‘নিজেদের মধ্যে দেশপ্রেম ও উন্নয়নেরব্রত না থাকলে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব নয়। সততা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করলে সরকারের ভিশন বাস্তবায়ন করা সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন।’

লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণার্থীরা বুধবার দুপুরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের সাথে চসিক কনফারেন্স হলে সৌজন্য সাক্ষাতের সময় তিনি এসব কথা বলেন। তারা ৬৯তম বুনিয়াদি কোর্সে অংশগ্রহণকারী ২০জন প্রশিক্ষণার্থীরা ৩৭তম বিসিএস (প্রশাসন ও পুলিশ) ক্যাডারের সদস্য। এর মধ্যে ১৬ জন বিসিএস (প্রশাসন), বাকি চারজন বিসিএস (পুলিশ) রয়েছেন।

এসময় প্রশিক্ষণার্থীদের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্মকাণ্ড সম্পর্কে প্রজেক্টারের মাধ্যমে তাদের সম্মুখ ধারণা দেয়া হয়।

মেয়র আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘বাস্তবধর্মী দৃষ্টিভঙ্গি নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন সকলের মুখে হাসি ও নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠায় বিসিএস ক্যাডারের সকল সদস্য এগিয়ে আসবে।’

সিটি মেয়র তাদের উদ্দেশ্যে বক্তব্য প্রদানকালে সরকারের রূপকল্প বাস্তবায়নে প্রত্যেক প্রশিক্ষণার্থীর দেশ ও জনগণের সেবার মানসিকতা নিয়ে কাজ করার আহবান জানান।

মেয়র বলেন, ‘দেশ ও জাতির ভাগ্য পরিবর্তন করা, তাদের উন্নতি করা, এটাই তো সকলের ব্রত হওয়া উচিৎ।  দেশের প্রতি কর্তব্যবোধ, দেশপ্রেম হৃদয়ে-মননে লালন পালন করলেই প্রিয় মাতৃভূমিকে সুন্দরভাবে গড়ে তুলতে পারব।’

(ঢাকাটাইমস/২১আগস্ট/এলএ)