প্রয়োজনে অনুবাদক রাখতে চান ল্যাঙ্গাভেল্ট

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২২ আগস্ট ২০১৯, ০৯:৪০ | প্রকাশিত : ২২ আগস্ট ২০১৯, ০৯:৩৬

নবনিযুক্ত ফাস্ট বোলিং কোচ দক্ষিণ আফ্রিকার চার্লস ল্যাঙ্গেভেল্ট গতকাল (বুধবার) বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সঙ্গে যোগ দিয়েছেন। কিংবদন্তি ফাস্ট বোলার ওয়ালশের স্থলাভিষিক্ত হয়েছেন এই দক্ষিণ আফ্রিকান।

বাংলাদেশ দলের পেসাররা দীর্ঘদিন কাজ করেছেন সাবেক কোচ ওয়েস্ট ইন্ডিজের কোর্টনি ওয়ালশের সঙ্গে। তবে সেখানে একটা অভিযোগ ছিল টাইগার ফাস্ট বোলাররা গুরুর ভাষা ঠিকভাবে বুঝতেন না। তাই নতুন কোচের একটা বড় চ্যালেঞ্জ হবে ভাষাগত দূরত্ব ঘোচানোও। তবে ল্যাঙ্গেভেল্টের বিশ্বাস এ চ্যালেঞ্জ তিনি উতরে যাবেন।

বুধবার সকালে প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর সাথে তিনিও খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হওয়ার পর আসেন সংবাদ সম্মেলনে। বাংলাদেশ দলের কোচ হিসেবে এটাই ছিল ল্যাঙ্গেভেল্টের প্রথম সংবাদ সম্মেলন।

শুরুতে পরিচিতি পর্ব, খেলোয়াড়দের সঙ্গে সম্পর্ক তৈরি, আস্থা অর্জন, খেলোয়াড়দের কাছে তার প্রত্যাশা, তার কাছ থেকে খেলোয়াড়দের প্রত্যাশা। তবে এ সবে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ামক হবে ভাষা। কোচের ভাষা বুঝতে পারাটা খেলোয়াড়দের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং খেলোয়াড়দের সাফল্য পেতে অবশ্যই কোচের ভাষা বুঝতে হবে।

ইংরেজি আন্তর্জাতিক ভাষা হলেও একেক দেশে ভাষার উচ্চারণ একেক রকম। তাই দক্ষিণ আফ্রিকান ইংরেজি বাংলাদেশের পেসাররা কতটা বুঝতে পারে এখন সেটাই দেখার বিষয়। তবে বাংলাদেশ দলের নতুন কোচের আশা ভাষাগত দূরত্ব ঘুচানোর কৌশল তার জানা আছে। এর আগে আফগানিস্তান দলের দায়িত্ব পালন করা এ ক্ষেত্রে নতুন কোচের অভিজ্ঞতা সহায়ক হবে মনে করছেন তিনি।

ল্যাঙ্গেভেল্ট বলেন, ‘ভাষাগত একটা চ্যালেঞ্জ থাকবে আমি সেটা জানি। এ চ্যালেঞ্জ আমি আফগানিস্তানেও মোকাবেলা করেছি। তবে আমি দেখেছি দল হিসেবে কাজ করার চেয়ে এক জন একজন নিয়ে কাজ করলে খেলোয়াড়রা স্বাচ্ছন্দ্য বোধ করে। এ সমস্যা কীভাবে সামলাতে হয় আমি সেটা জানি। ’

এমন কৌশল অবলম্বনেও কাজ না হলে কি করবেন- প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তাতে কাজ না হলে তৃতীয় কারো সাহায্য নেব। দ্রুত না বলে ধীরে ধীরে কথা বলব। খেলোযাড়দের কথা মনোযোগ দিয়ে শুনব, এভাবে সম্পর্ক গড়ে তুলব। কেননা পেস বোলারদের সম্পর্ক তৈরি করাটা খুবই প্রয়োজন। এমনকি কেউ যদি পারিবারিক কথা বলতে চাইলেও বাঁধা নেই। অর্থাৎ যাতে সে স্বাচ্ছন্দ্য বোধ করে। সবার জন্য আমার দরজা খেলা। প্রয়োজনে অনুবাদক রাখব। এ চ্যালেঞ্জ আমি উতরে যেতে চাই।’

(ঢাকাটাইমস/২২ আগস্ট/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

টি-টোয়েন্টি বিশ্বকাপের শুভেচ্ছাদূত গতিমানব উসাইন বোল্ট

বার্সাতেই থাকছেন জাভি!

২৬ এপ্রিল থেকে ক্যাম্প শুরু টাইগারদের, প্রবেশ নিষেধ গণমাধ্যমের

জিম্বাবুয়ে সিরিজের শুরুতে মুস্তাফিজের খেলা নিয়ে যা জানাল বিসিবি

যে কারণে বাংলাদেশের প্রাথমিক দলে নেই সাকিব-মুস্তাফিজ

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

বড় চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীত-স্মৃতি মানদানারা

তীব্র গরমে ফ্লাডলাইটে ফুটবল ম্যাচের সিদ্ধান্ত

জাতীয় দলে ফেরা নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানালেন সুনীল নারিন

এই বিভাগের সব খবর

শিরোনাম :