জিততে এসেছি, বাউন্সার যুদ্ধে টেক্কা দিতে নয়: ল্যাঙ্গার

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ আগস্ট ২০১৯, ১০:৫৬

অ্যাশেজে তৃতীয় টেস্টের আগে আলোচনার কেন্দ্রে সেই বাউন্সার। ইংল্যান্ড যত ভয় দেখাতে চাইছে বাউন্সার নিয়ে, অস্ট্রেলিয়া ততই উপেক্ষাকে ঢাল বানাচ্ছে। কোচ জাস্টিন ল্যাঙ্গার তো বলেই দিলেন, ‘‌আমরা ইংল্যান্ডে জিততে এসেছি। বাউন্সার যুদ্ধে টেক্কা দিতে নয়।’‌

তবে কি জফরা আর্চারের বিষাক্ত বাউন্সারের পাল্টা দেওয়ার মতো তাঁদের দলে কেউ নেই?‌ ল্যাঙ্গার বলেছেন, ‘‌ইংল্যান্ডকে হারানোর পরিকল্পনা আমরা কষে রেখেছি। বিপক্ষের প্লেয়ারদের শরীরে কতগুলো কালশিটে দাগ হল, সেটা গুনতে আসিনি। এতে কোনও ইগোর লড়াই নেই। বিশ্বাস করুন, এগুলোর অর্থ টেস্ট ম্যাচ জেতা নয়। জানি, এরপরও বোলাররা বাউন্সারকে অস্ত্র হিসেবে ব্যবহার করবে। যদি বাউন্সার দিয়ে বিপক্ষের ব্যাটসম্যানকে আউট করা যায়, তা হলে সেটা আমাদের বোলাররাও করবে। তবে তার মানে এই নয় বিপক্ষের ব্যাটসম্যানের হেলমেটে ক’‌টা বাউন্সার লাগল, আমরা সেটা নিয়ে ভাবছি।’‌

তবে এত কিছু বললেও, আর্চারকে সামলাতে তৈরি অসিরা, সেকথাও জানিয়েছেন ল্যাঙ্গার। বলেছেন, ‘‌এবারের অ্যাশেজে আর্চারের উপস্থিতি অন্য মাত্রা দিচ্ছে। ওর ইকোনোমি রেটও দারুণ। তাই ওর বিরুদ্ধে ভাল কিছু করার জন্য আমাদের তৈরি থাকতে হবে। না হলে সিরিজ জিততে পারব না।’‌

অজি অধিনায়ক টিম পেইন উড়িয়ে দিয়েছেন আর্চার–ভীতি। বলেছেন, ‘আর্চারের মতো তরুণ এক প্রতিভা উঠে এসেছে। ছাপ রাখছে। এটা দেখতে ভালই লাগছে। ওর গতিও বেশ ভালই। তবে জোরে বোলারদের সামলাতে আমরা জানি। নেটে মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জেমস প্যাটিনসনরা বল করে। তাই চিন্তিত হওয়ার কারণ নেই।’‌

প্রসঙ্গত, দ্বিতীয় টেস্টের শেষ দিন ইংল্যান্ড অধিনায়ক জো রুট মাটি থেকে বল তুলে ক্যাচ ধরার দাবি করেছিলেন। রুটকে খোঁচা দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার অ্যান্ডি বিকেল। বলেছেন, ‘‌বলটা রুট ধরতে পারেনি। বল মাটিতে পড়ে গিয়েছে কিনা সেটা একজন ফিল্ডার সবচেয়ে ভাল বোঝে। রুটও সত্যিটা জানত। কিন্তু স্পষ্টই প্রতারণার চেষ্টা করেছে। রুট আসলে চাপে আছে।’‌

ইংল্যান্ডের ব্যাটিং লাইন–আপে বদলের ইঙ্গিত দিয়েছেন কোচ ট্রেভর বেইলিস। বলেছেন, ‘‌সাতজন সেরা ব্যাটসম্যান আছে আমাদের হাতে। ব্যাটিং অর্ডার বদলালে উপকার হয় কিনা, সে বিষয়ে আলোচনা করেছি। দু’‌একটা জায়গায় পরিবর্তন দরকার।’‌

(ঢাকাটাইমস/২২ আগস্ট/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এবার স্টয়েনিস-ওয়ার্নারকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত

শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট জেতা উচিত: সাকিব

শান্তর অধিনায়কত্ব নিয়ে এবার যা বললেন সাকিব

অবসর নিয়ে এবার যা জানালেন মেসি

বিশ্বকাপে হেরে আত্মহত্যার কথা ভেবেছিলেন রিচার্লিসন!

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

সিলেট টেস্টে ৮ উইকেট নেওয়া বোলারকে চট্টগ্রাম টেস্টে পাচ্ছে না শ্রীলঙ্কা

আইপিএলে হায়দরাবাদ-মুম্বাইয়ের ৫২৩ রানের ম্যাচে রেকর্ডবুকে তোলপাড়

ডি মারিয়াকে হত্যার হুমকি দেওয়া তিন দুর্বৃত্ত গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :