এভারেস্টে প্লাস্টিক নিষিদ্ধ নেপালের

প্রকাশ | ২২ আগস্ট ২০১৯, ১২:৩৩

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে প্লাস্টিক নিষিদ্ধ করেছে নেপাল। মূলত ৩০ মাইক্রনের নীচে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ক্ষেত্রেই এই নিষেধাজ্ঞা আরোপ হয়েছে। প্লাস্টিকের পানির বোতলও এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। এটি আগামী জানুয়ারি থেকে কার্যকর হবে।

প্লাস্টিক নিষিদ্ধ করলেও চলতি মৌসুমে তা কার্যকর হচ্ছে না। আগামী মৌসুমে এই আইন বাস্তবায়ন হবে।  নেপালের খুম্বু পাসাং লামু পৌরসভা বুধবার এই প্লাস্টিক নিষিদ্ধের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে।

জানা গিয়েছে, ২০২০ সালের জানুয়ারি মাস থেকে এই নিষেধাজ্ঞা বলবত্‍‌ হবে। তবে, এই মুহূর্তে জরিমানা করার পরিকল্পনা পৌরসভার মাথায় নেই। পর্যটনে অংশীদার বিভিন্ন সংস্থাগুলির সঙ্গে কথা বলেই এই সিদ্ধান্ত নিয়েছে পৌরসভা। প্রতিবার পর্বতারোহীদের অভিযান শেষ হলে, প্লাস্টিক বর্জ্যে চাপা পড়ে যায় এভারেস্ট। সেই আবর্জনা সরাতে হিমশিম খায় নেপাল সরকার। অতীতের সেই অভিজ্ঞতা থেকেই প্লাস্টিক নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঢাকা টাইমস/২২আগস্ট/একে