কুমিল্লায় অননুমোদিত দুইটি ক্লিনিক বন্ধ ঘোষণা

প্রকাশ | ২২ আগস্ট ২০১৯, ২০:৫৯

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস

কুমিল্লার চান্দিনায় অনুমোদনহীন দুইটি ক্লিনিক বন্ধ ঘোষণা করেছে ভ্রাম্যমাণ আদালত। চান্দিনা থানা রোডের ডা. জয়নাল সুপার মার্কেটে অবস্থিত ‘নিউ চান্দিনা মেডিকেল সেন্টার’ নামে একটি প্রাইভেট হাসপাতালকে ৯০ হাজার টাকা জরিমানাসহ বন্ধ ঘোষণা করা হয়। এছাড়া পাশ্ববর্তী ‘মাহি ডিজিটাল ফিজিওথেরাপি এন্ড রিহেবিলিটেশন সেন্টার’ নামে অপর একটি প্রতিষ্ঠানকে বন্ধ ঘোষণা করে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার জেলা সিভিল সার্জন ডা. মুজিবুর রহমানসহ বেসরকারি হাসপাতাল পরিদর্শক কমিটি পরিদর্শনে গিয়ে দুইটি প্রতিষ্ঠানের অনুমতি না থাকায় অসন্তোষ প্রকাশ করেন। পরে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাঈমা ইসলাম। এসময় চান্দিনা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আহসানুল হকসহ চান্দিনা থানা পুলিশ ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।

ঢাকাটাইমস/২২আগস্ট/ইএস