রোহিঙ্গারা কেন আসেনি জানি না: মিয়ানমার মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৩ আগস্ট ২০১৯, ১৮:৩৬ | প্রকাশিত : ২৩ আগস্ট ২০১৯, ১৬:২১

দ্বিতীয় দফায় রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে বৃহস্পতিবার প্রস্তুত ছিল বলে দাবি করছে মিয়ানমার। কিন্তু শরণার্থী প্রত্যাবাসন প্রক্রিয়া কেন হয়নি এই বিষয়ে তারা অবগত নন বলে দাবি করেন দেশটির সমাজকল্যাণ, ত্রাণ এবং পুনবার্সন মন্ত্রী ইউ উইন মিয়াট আয়ে।

বৃহস্পতিবার দ্বিতীয় বারের মতো রোহিঙ্গা প্রত্যাবাসন ব্যর্থ হয়েছে। মিয়ানমারে নাগরিকত্ব ও নিরাপত্তাসহ বিভিন্ন অধিকার নিশ্চিত না হওয়ায় এ মুহূর্তে বাংলাদেশের ক্যাম্প থেকে ফিরতে চাচ্ছেন না রোহিঙ্গারা। মিয়ানমারে নিজেদের অধিকার ফিরিয়ে দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন রোহিঙ্গারা।

সমাজকল্যাণ মন্ত্রী ইউ উইন মিয়াট আয়ে বলেন, ‘বৃহস্পতিবার শরণার্থীদের গ্রহণের জন্য অনেক কর্মকর্তাকে পাঠানো হয়েছিল। কিন্তু বাংলাদেশ থেকে কেউ ফেরত আসেনি। আমরা এর কারণ জানি না। রোহিঙ্গাদের গ্রহণের জন্য প্রস্তুত ক্যাম্প সন্ধ্যা পর্যন্ত খোলা ছিল।’

প্রত্যাবাসনের তালিকাভুক্তদের মধ্য থেকে গত তিন দিনে প্রায় ৩০০ রোহিঙ্গার মতামত নিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর এবং বাংলাদেশ। তবে তাদের কেউ মিয়ানমারে ফিরতে রাজি না হওয়ায় শেষ পর্যন্ত প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করা যায়নি।

মিয়ানমার কর্তৃপক্ষ দাবি করেছে, হালা ফো কং গ্রাম এবং রাখাইনের তাং পাইও এবং লাট ওয়াল গ্রামে শরণার্থীদের গ্রহণের উদ্দেশ্যে বাড়ি তৈরি করা হয়েছিল।

মিয়ানমারে প্রত্যাবাসনের জন্য রোহিঙ্গারা চারটি শর্তের দাবি করেছেন। রোহিঙ্গাদের দাবি, প্রত্যাবাসনের জন্য আগে তাদের নাগরিকত্ব দিতে হবে। জমি-জমা ও ভিটেমাটির দখল ফেরত দিতে হবে। নিরাপত্তা নিশ্চিত করতে হবে। রাখাইনে তাদের সঙ্গে যা হয়েছে, সেজন্য ক্ষতিপূরণ দিতে হবে।

বার্মিজ রোহিঙ্গা সংগঠনের চেয়ারম্যান ইউ তুন খিন বলেন, ‘আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধি শরণার্থীদের সঙ্গে আলোচনা করেছিল। কিন্তু শরণার্থীরা রাখাইনে নিশ্চয়তা চাই। এ কারণে প্রত্যাবার্সন কার্যকর হয়নি।’

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে মোমেন রোহিঙ্গাদের প্রত্যাবাসনের অনাগ্রহকে ‘দুঃখজনক’ বলেছেন। আর জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর বলেছে, রোহিঙ্গাদের স্বেচ্ছায় ফেরা নিশ্চিত করতে হলে তাদের মধ্যে আস্থা তৈরির বিকল্প নেই।

(ঢাকাটাইমস/২৩আগস্ট/আরআর জেবি)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

নির্বাচন করার জন্য অর্থ নেই, সরে দাড়ালেন ভারতীয় অর্থমন্ত্রী

সিরিয়ার আলেপ্পোতে ইসরায়েলি হামলায় নিহত ৩৮

দ. আফ্রিকায় বাস খাদে পড়ে নিহত ৪৫, অলৌকিকভাবে বেঁচে গেল শিশু

দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যার পর বালিচাপা দিলো ইসরায়েলি সেনারা 

গাজায় যুদ্ধাপরাধে জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আইসিসির প্রতি আহ্বান

কলকাতা বিমানবন্দরে চলল গুলি, নিরাপত্তা কর্মীর মৃত্যু

ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে হুমকি পেলেন জাতিসংঘের বিশেষজ্ঞ

মস্কোতে কনসার্টে হামলা: এখনো প্রায় ১০০ জন নিখোঁজ 

বাবা কোটিপতি, ২০ বছর ধরে জানতই না ছেলে!

গাজা যুদ্ধের ১৭৩তম দিন, প্রাণহানি বেড়ে সাড়ে ৩২ হাজার

এই বিভাগের সব খবর

শিরোনাম :