ভারতে মন্দিরের পাঁচিল ভেঙে নিহত ৪: আহত ২৬

প্রকাশ | ২৩ আগস্ট ২০১৯, ১৭:৩৫

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

ভারতে জন্মাষ্টমীতে মর্মান্তিক দুর্ঘটনায় কচুয়াধামে মন্দিরের পাঁচিল ভেঙে চার জন নিহত হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ২৬ পুণ্যার্থী। 

লোকনাথ ব্রহ্মচারীর জন্মতিথি উপলক্ষে অষ্টমীতে বিশেষ পুজোয় প্রতিবারের মতো এবারও কচুয়াধামে ভিড় জমিয়েছিলেন ভক্তরা৷ পুজো ঘিরে মন্দিরে যখন ভক্তদের ঢল তখনই অত্যধিক চাপে হুড়মুড়িয়ে পাঁচিল ভেঙে পড়ে৷

আহতদের তখনই হাসাপাতালে ভর্তি করা হয়৷ আশঙ্কাজনক ৯ জনকে নিয়ে আসা হয় ন্যাশনাল মেডিক্যালে৷ সেখানেই মৃত্যু হয় অপর্ণা সরকার ও তরুণ মল নামে দুজনের৷আরজি কর হাসপাতালে মৃত্যু হয় রাজারহাটের বাসিন্দা পূর্ণিমা গড়াই নামে এক মহিলার৷ এসএসকেএমে মৃত্যু হয় আরও ১ জনের৷

কয়েকজনকে ভর্তি ধান্যকুড়িয়া হাসপাতালে৷ কয়েকজনের চিকিৎসা চলছে বসিরহাট হাসপাতালে৷

ঢাকাটাইমস/২৩আগস্ট /আরআর