ভুটানের জালে বাংলাদেশের কিশোরদের পাঁচ গোল

প্রকাশ | ২৩ আগস্ট ২০১৯, ১৭:৫৩ | আপডেট: ২৩ আগস্ট ২০১৯, ২০:৪২

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

দুর্দান্ত জয় দিয়ে সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপ মিশন শুরু করল বাংলাদেশ। শুক্রবার টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে ৫-২ গোলে হারিয়েছে গত আসরের চ্যাম্পিয়ন দল বাংলাদেশ।

ভারতের পশ্চিমবঙ্গের নদীয় জেলার কল্যানী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে ১৫তম মিনিটে আল-আমিন রহমানের গোলে লিড নেয় বাংলাদেশ। কিন্তু ১৭তম মিনিটে ফুব দর্জির গোলে ম্যাচে সমতা আনে ভুটান।

তবে, এর চার মিনিট পরই ফরোয়ার্ড আল মিরাতের গোলে আবার এগিয়ে যায় বাংলাদেশ। ৩২তম মিনিটে সোনম চোজাঙের গোলে ২-২ সমতা আনে ভুটান। তবে, বিরতিতে যাওয়ার আগেই আবার এগিয়ে যায় বাংলাদেশ। ৪৩তম মিনিটে বদলি নেমে ৪৫তম মিনিটে গোল করেন শুভ সরকার।

প্রথমার্ধে ভুটান লড়াই করলেও দ্বিতীয়ার্ধে তাদের পাত্তাই দেয়নি বাংলাদেশের কিশোররা। ৮৩তম মিনিটে বাংলাদেশকে ৪-২ গোলে এগিয়ে দেন আল মিরাত। আর ইনজুরি টাইমে ম্যাচের শেষ গোলটি করেন বাংলাদেশের ইমন ইসলাম রাজু।

টুর্নামেন্টে বাংলাদেশের পরবর্তী ম্যাচ ২৫ আগস্ট (রবিবার)। এদিন শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। টুর্নামেন্টে মোট ৫টি দল অংশ নিচ্ছে। দলগুলো হলো বাংলাদেশ, ভারত, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান। প্রথমে সবাই সবার মুখোমুখি হবে। এরপর সেরা দুই দল ফাইনাল খেলবে। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ৩১ আগস্ট।

(ঢাকাটাইমস/২৩ আগস্ট/এসইউএল)