প্রোটিয়া দলের সহকারী ব্যাটিং কোচ ক্লুজনার

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ আগস্ট ২০১৯, ১৮:২১

আাগমী মাসে ভারত সফরে তিন ম্যাচ টি-২০ সিরিজে দলের সহকারী ব্যাটিং কোচ হিসেবে শুক্রবার সাবেক অলরাউন্ডার ল্যান্স ক্লুজনারকে নিয়োগ দিয়েছে দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।

এ ছাড়াও সিএসএ সাবেক পেসার ভিন্সেন্ট বার্নসকে সহকারী বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে। এনক এনকুয়ের প্রোটিয়াস ম্যানেজমেন্টে সহকারী ফিল্ডিং কোচ হিসেবে নিজের জায়াগা ধরে রেখেছেন জাস্টিন অনটং।

সিএসএ ভারপ্রাপ্ত ডিনেক্টর কোরি ভ্যান জিল এক বিবৃতিতে বলেন, ‘দলের নতুন অবকাঠামো হিসেবে টিম ডিরেক্টর এমন তিনজনকে তার সহকারী হিসেবে নিয়োগ দিয়েছেন যাদের ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং তিন বিভাগেই বিশেষ দক্ষতা রয়েছে।’

ঘরোয়া ক্রিকেটে ব্যস্ত থাকায় তিন ফর্মেটে সময় দিতে পারছেন না সাবেক তারকা অলরাউন্ডার ক্লুজনার।

‘এই মুহূর্তে তিন ফর্মেটে তাকে পাওয়া না যাওযায় সাবেক অলরাউন্ডার ল্যান্স ক্লুজনার কেবল টি-২০ সিরিজে সহকারী ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবেন।’

প্রোটিয়াদের হয়ে দীর্ঘ ইতিহাস আছে বার্নসের। ২০০৩-২০১১ সাল পর্যন্ত তিনি প্রথমে বোলিং এবং এরপর সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পক্ষান্তরে তিন ফর‌ম্যাটেই দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিত্ব করেছেন অনটং। নতুন অবকাঠামোতে যাওযার আগে ওটিস গিবসনের অধীনে দক্ষিণ আফ্রিকার ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

বিবৃতিতে ভ্যান জিল আরো বলেন, ‘টিম ডিরেক্টর এনক এমন একজন ব্যাটিং কোচ খুঁজছেন- ভারতীয় কন্ডিশনে টেস্ট সিরিজের জন্য যার বিশাল অভিজ্ঞতা রয়েছে এবং খুব শিগগিরই এটা ঘোষণা করা হবে।’

বিভিন্ন টেকনিক্যাল স্টাফদের নামও ঘোষণা করেন ভ্যান জিল।

আগামী ১৫ সেপ্টেম্বর শুরু হওয়া তিন ম্যাচের টি-২০ সিরিজ দিয়ে ভারত সফর শুরু করবে দক্ষিণ আফ্রিকা দল। এরপর দল দুটি তিন ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে।

(ঢাকাটাইমস/২৩ আগস্ট/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

জিম্বাবুয়ে সিরিজের শুরুতে মুস্তাফিজের খেলা নিয়ে যা জানাল বিসিবি

যে কারণে বাংলাদেশের প্রাথমিক দলে নেই সাকিব-মুস্তাফিজ

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

বড় চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীত-স্মৃতি মানদানারা

তীব্র গরমে ফ্লাডলাইটে ফুটবল ম্যাচের সিদ্ধান্ত

জাতীয় দলে ফেরা নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানালেন সুনীল নারিন

 হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক সম্পন্ন, আলোচনা হলো যা নিয়ে

মুস্তাফিজের আইপিএল ছাড়া নিয়ে যা বললেন চেন্নাই কোচ

ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ

এই বিভাগের সব খবর

শিরোনাম :