শচীনের রেকর্ড ভাঙতে পারবে না বিরাট: শেবাগ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ আগস্ট ২০১৯, ১৮:৪২

এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটে অন্যতম সেরা ব্যাটসম্যান৷ ইতিমধ্যেই তাঁর ব্যাটে ভেঙেছে অনেক রেকর্ড৷ বিশেষজ্ঞদের মতে, কিংবদন্তি শচীন টেন্ডুলকারের রেকর্ড ভাঙার একমাত্র দাবিদার তিনি৷ কিন্তু শচীনের একটি রেকর্ড বিরাট কোহলির পক্ষে ভাঙা সম্ভব হবে না বলে মনে করেন প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র শেবাগ।

বিশ্বের একমাত্র ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ‘সেঞ্চুরি অফ সেঞ্চুরিজ’-এর মালিক শচীন৷ টেস্টে ৫১টি এবং ওয়ানডে ক্রিকেটে ৪৯টি শতরান এসেছে লিটল মাস্টারের ব্যাট থেকে৷ তবে ১১ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে ইতিমধ্যেই ৬৮টি সেঞ্চুরির মালিক হয়েছেন কোহলি৷ ভবিষ্যতে তিনি সচিনের একশোটি সেঞ্চুরিকে ছাপিয়ে যাবে বলে মনে করেন বিশেষজ্ঞরা৷ শুধু সেঞ্চুরি নয়, টেস্ট এবং ওয়ানডে ক্রিকেটে সর্বাধিক রানও মাস্টার ব্লাস্টারের দখলে৷ আগামী দিনে সচিনের এই রেকর্ড বিরাট ভেঙে ফেলতে পারেন বলেন মনে করেন অনেকেই৷

তবে শচীনের সব রেকর্ডে ভেঙে ফেললেও বিরাটের পক্ষে শচীনের ২০০টি টেস্ট খেলার রেকর্ডে ভাঙা সম্ভব হবে না বলেই মনে করেন শেবাগ৷ জুন, ২০১১ কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয় কোহলির৷ ৮ বছরেরে টেস্ট কেরিয়ারে ৭৭টি টেস্ট ম্যাচ খেলেছেন বিরাট৷ ২৫টি সেঞ্চুরি-সহ ৬,৬১৩ রান এসেছে কোহলির ব্যাট থেকে৷ কিন্তু শচীনের ২০০টি টেস্ট খেলার রেকর্ড অক্ষত থাকবে বলেই মনে করেন নজফগড়ের নবাব৷

২৪ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে বহু রেকর্ড শচীনের ব্যাটে ভেঙে চুরমার হয়ে গিয়েছে৷ বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে ২০০টি টেস্ট খেলার নজির কেউ কোনোদিন করতে পারবে না বলে মনে করেন বীরু৷ তিনি বলেন, ‘এই মুহূর্তে বিশ্বের সেরা ব্যাটসম্যান বিরাট৷ যেভাবে ও সেঞ্চুরি ও রান করে যাচ্ছে, তাতে আমি নিশ্চিত ও শচীনের অনেক রেকর্ডই ভেঙে ফেলবে৷ কিন্তু শচীনের ২০০টি টেস্ট খেলার রেকর্ড বিরাট কেন, কেউ ভাঙতে পারবে না বলে আমি মনে করি৷’

শচীনের পর সর্বাধিক টেস্ট খেলার রেকর্ড রয়েছে প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিংয়ের৷ ১৬৮টি টেস্ট খেলেছেন ‘পন্টার’৷

(ঢাকাটাইমস/২৩ আগস্ট/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এবার স্টয়েনিস-ওয়ার্নারকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত

শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট জেতা উচিত: সাকিব

শান্তর অধিনায়কত্ব নিয়ে এবার যা বললেন সাকিব

অবসর নিয়ে এবার যা জানালেন মেসি

বিশ্বকাপে হেরে আত্মহত্যার কথা ভেবেছিলেন রিচার্লিসন!

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

সিলেট টেস্টে ৮ উইকেট নেওয়া বোলারকে চট্টগ্রাম টেস্টে পাচ্ছে না শ্রীলঙ্কা

আইপিএলে হায়দরাবাদ-মুম্বাইয়ের ৫২৩ রানের ম্যাচে রেকর্ডবুকে তোলপাড়

ডি মারিয়াকে হত্যার হুমকি দেওয়া তিন দুর্বৃত্ত গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :