আইপিএলে কোহলিদের গুরু ক্যাটিচ-হেসন

প্রকাশ | ২৩ আগস্ট ২০১৯, ১৯:০০

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নতুন কোচ হলেন প্রাক্তন অস্ট্রেলীয় ক্রিকেটার সাইমন ক্যাটিচ। একই সঙ্গে ডিরেক্টর অব ক্রিকেট পদে আরসিবি আনল প্রাক্তন কিউই কোচ মাইক হেসনকে। যার ফলে চাকরি গেল বিশ্বকাপ জয়ী কোচ গ্যারি কার্স্টেন ও আরসিবির বোলিং কোচ আশিস নেহরার। বেঙ্গালুরুর এই আইপিএল ফ্র্যাঞ্চাইজির তরফে বলা হয়েছে, তারা এক কোচ স্ট্র্যাটেজিতে ফিরে যাচ্ছে। সেক্ষেত্রে দলের পারফর্ম্যান্সের যাবতীয় উন্নতির জন্য কাজ করবেন ক্যাটিচ। আর হেসন করবেন পরিকল্পনা।

ম্যাচে কী ধরনের রণকৌশল হবে, কেমন পরিকল্পনা তৈরি করতে হবে এই সমস্ত বিষয়ের দায়িত্ব নেবেন কেন উইলিয়ামসনদের প্রাক্তন কোচ। আরসিবি চেয়ারম্যান সঞ্জীব চুরিওয়ালা জানিয়েছেন, ‘গ্যারি কার্স্টেন এবং আশিস নেহরা বিগত দু’বছর দলের জন্য যে ভূমিকা পালন করেছে, তার জন্য তাঁদের ধন্যবাদ। তাঁরা আমাদের ইয়ংস্টারদের মধ্যে আত্মবিশ্বাস এনে দিয়েছে। দলের প্রত্যেকে তাঁদের জন্য শুভেচ্ছা জানিয়েছে।’

হেসন ও ক্যাটিচের অন্তর্ভূক্তিকরণ নিয়ে তাঁর বক্তব্য, ‘আমাদের লক্ষ্যপূরণের জন্য মাইক হেসন এবং সাইমন ক্যাটিচকে নিয়োগ করতে পেরে আমরা খুশি। আমাদের বিশ্বাস হেসন তাঁর অভিজ্ঞতা দিয়ে আমাদের দল গড়তে সাহায্য করবেন এবং সাইমনের ক্রিকেট অভিজ্ঞতা আমাদের জয়ের অভ্যাস তৈরি করবে।’

প্রসঙ্গত, বিগত এক দশকে একাধিক হাইপ্রোফাইল কোচ নিয়ে এসেও কাপ জয়ের স্বপ্নপূরণে ব্যর্থ হয়েছে আরসিবি। অতীতে ড্যানিয়েল ভেট্রোরি পারেননি। বিফল হয়েছেন কার্স্টেন। এবার তাই ভরসা সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ক্রিকেটের অন্যতম সফল কোচ মাইক হেসন। উল্লেখ্য, এই কিউই কোচ বাংলাদেশ ও ভারতের কোচ হওয়ার জন্যও আবেদন করেছিলেন। তবে কোনো দলেই তিনি চাকরি পাননি।

(ঢাকাটাইমস/২৩ আগস্ট/এসইউএল)