‘গ্রাজুয়েটস ক্লাব ইউকে’র ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল

প্রকাশ | ২৪ আগস্ট ২০১৯, ১৫:৪২

ঢাকাটাইমস ডেস্ক

ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল করেছে  যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি  গ্র্যাজুয়েটসদের সংগঠন ‘গ্র্যাজুয়েটস ক্লাব ইউকে’। গত ২২ আগস্ট বৃহস্পতিবার স্থানীয়  সময় সন্ধ্যা ৭টায় পূর্ব লন্ডনের মক্কাগ্রিল রেস্টুরেন্টে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনদের নিয়ে এই অনুষ্ঠান হয়।

গ্র্যাজুয়েটস ক্লাব ইউকের সভাপতি অধ্যাপক আবুল হাসেমের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক মেহেদী  হাসানের পরিচালনায় অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা শফিকুর রহমান বিপ্লবী।

অনুষ্ঠানের শুরুতে গ্র্যাজুয়েটস ক্লাব ইউকের সভাপতি অধ্যাপক আবুল হাসেম বলেন, ত্যাগের মহিমা নিয়ে আমরা পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছি। এই মাস শোকের মাস। তাই ১৫ আগস্টে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানসহ যারা শহীদ  হয়েছেন এবং ২১ আগস্টের গ্রেনেড হামলায় যারা নিহত হয়েছেন তাদের উদ্দেশ্যেই আমাদের আজকের দোয়া মাহফিলের আয়োজন।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য দেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা শামসুদ্দীন খান।  

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক

সৈয়দ সাজেদুর রহমান ফারুক, সহসভাপতি জালাল উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক

আনোয়ারুজ্জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, লন্ডন মহানগর আওয়ামী লীগের সভাপতি নুরুল হক লালা মিয়া, যুক্তরাজ্য আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা আ স ম মিসবাহ, যুক্তরাজ্য মহিলা আওয়ামী লীগের সভাপতি হুসনারা মতিন।

অনুষ্ঠানে গ্র্যাজুয়েটস ক্লাব ইউকের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের সহসভাপতি ড. বি এম রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম (দুদু), দপ্তর সম্পাদক হাসিব অহমেদ চৌধুরী, গণমাধ্যম ও প্রচার সম্পাদক ফিরোজ আহম্মেদ (বিপুল); আইন ও অভিবাসন সম্পাদক তৌহিদুল ইসলাম বাহার, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কামরুন্নাহার শাহজাহান, কমিটির কার্যনির্বাহী সদস্য, কে এম জামান, আবু সুফিয়ান, হেফাজুল করিম রাকিব ও জানে আলম। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক ড. এম মাহমুদ, সর্ব ইউরোপীয় বঙ্গবন্ধু পরিষদের চেয়ারম্যান ডা. ফয়জুল ইসলাম ফজলু, ঢাকা মেডিকেল কলেজের সাবেক সাধারণ সম্পাদক ডা.  জাহিদুল হাসান, জাতীয় চার নেতা পরিষদের সভাপতি শাহ ফারুক আহমেদ,  টাউয়ারহামলেটস এর প্রাক্তন কাউন্সিলর সেলিমুল্লাহ, আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম আহম্মেদ খান, যুগ্ম সম্পাদক জামাল খান, মোহাম্মাদ আয়াছ, মহানগর যুবলীগের প্রেসিডেন্ট ফয়সল সুমন, খালেদ আহমেদ জয়, দুলাল ,লন্ডন মহানগর আওয়ামী লীগের আব্দুল  হেলাল চৌধুরী সেলিম, যুক্তরাজ্য স্বেচ্ছসেবক সভাপতি সৈয়দ আহমেদ সাদ।

অনুষ্ঠানের দ্বিতীয়  পর্বে মাওলানা শফিকুর রহমান বিপ্লবী মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন।  মিলাদ শেষে নৈশ্যভোজের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি  করা হয়।

(ঢাকাটাইমস/২৪আগস্ট/জেবি)